আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৮৬
১৭৯- লোকের মধ্যে সদ্ভাব সৃষ্টি করা।
৩৮৬। হযরত উম্মে কুলসুম (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, সে ব্যক্তি মিথ্যুক নহে, যে ব্যক্তি লোকজনের মধ্যে আপোসরফা করিয়া দেয় এবং (সেই দলে) মঙ্গলের কথা বলে বা মঙ্গলকে বিকশিত করে। উন্মু কুলসুম (রাযিঃ) আরো বলেনঃ তিনটি ক্ষেত্র ছাড়া আর কোন ব্যাপারে নবী করীম (ﷺ)-কে কাহাকেও মিথ্যা বলার অনুমতি দিতে আমি শুনি নাই। সেই তিনটি ক্ষেত্র হইল, ১. লোকজনের মধ্যে আপোসরফা করিতে, ২. পুরুষ তাহার স্ত্রীর সহিত কথা বলিতে এবং ৩. স্ত্রী তাহার স্বামীর সহিত কথা বলিতে (মনোরঞ্জনের উদ্দেশ্যে)।
بَابُ يُنْمِي خَيْرًا بَيْنَ النَّاسِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ‏:‏ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ‏:‏ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ‏:‏ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أُمَّهَ أُمَّ كُلْثُومِ ابْنَةَ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ أَخْبَرَتْهُ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، فَيَقُولُ خَيْرًا، أَوْ يَنْمِي خَيْرًا، قَالَتْ‏:‏ وَلَمْ أَسْمَعْهُ يُرَخِّصُ فِي شَيْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ مِنَ الْكَذِبِ إِلاَّ فِي ثَلاَثٍ‏:‏ الإِصْلاَحِ بَيْنَ النَّاسِ، وَحَدِيثِ الرَّجُلِ امْرَأَتَهُ، وَحَدِيثِ الْمَرْأَةِ زَوْجَهَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা