আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৬২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৬৭- বয়োঃজ্যেষ্ঠদিগের নেতৃত্ব মানিয়া লওয়া
৩৬২। হাকীম ইব্ন কায়স ইব্ন আসিম বলেনঃ তাঁহার পিতা তাঁহার মৃত্যুকালে তাঁহার সন্তানদিগকে উপদেশ দিতে গিয়ে বলেনঃ আল্লাহ্কে ভয় করিয়া চলিবে এবং তোমাদের মধ্যকার বয়োঃজ্যেষ্ঠকে নেতৃত্বের দায়িত্ব দিবে, কেননা কোন সম্প্রদায় যখন তাহাদের বয়োঃজ্যেষ্ঠকে নেতৃত্বের দায়িত্ব দেয় তখন তাহারা তাহাদের পিতৃপুরুষের অনুসরণ করে আর যখন তাহাদের বয়োঃকনিষ্ঠকে নেতৃত্বের দায়িত্ব দেয় তখন উহা দ্বারা তাহারা তাহাদের সমকক্ষদের চক্ষে তাহাদিগকে খাটো করিয়া দেয়। ধন-সম্পদ উপার্জন কর এবং তাহা দ্বারা উৎপাদন কর, কেননা উহা স্মরণীয় করে এবং ইতরদের তোয়াক্কা করা হইতে বাঁচাইয়া রাখে। আর সাবধান! মানুষের কাছে যাচ্না করিবে না, কেননা উহা হইতেছে মানুষের অর্থাগমের সর্বশেষ ব্যবস্থা ।
আর যখন আমি ইন্তিকাল করিব, তখন আমার জন্য বিলাপ করিবে না। কেননা নবী (ﷺ)-এর জন্য বিলাপ করা হয় নাই । আর যখন আমার মৃত্যু হইবে, আমাকে এমন স্থানে দাফন করিও যেন বকর ইব্ন ওয়াল গোত্র তাহা টের না পায়। কেননা জাহিলিয়াতের যুগে আমি তাহাদের সহিত কিছু অসতর্কতামূলক ব্যবহার করিয়াছি। [হয়ত উহার কোন প্রতিশোধ নিতে তাহারা চেষ্টাও করিতে পারে]।
আর যখন আমি ইন্তিকাল করিব, তখন আমার জন্য বিলাপ করিবে না। কেননা নবী (ﷺ)-এর জন্য বিলাপ করা হয় নাই । আর যখন আমার মৃত্যু হইবে, আমাকে এমন স্থানে দাফন করিও যেন বকর ইব্ন ওয়াল গোত্র তাহা টের না পায়। কেননা জাহিলিয়াতের যুগে আমি তাহাদের সহিত কিছু অসতর্কতামূলক ব্যবহার করিয়াছি। [হয়ত উহার কোন প্রতিশোধ নিতে তাহারা চেষ্টাও করিতে পারে]।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ تَسْوِيدِ الأكَابِرِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ: سَمِعْتُ مُطَرِّفًا، عَنْ حَكِيمِ بْنِ قَيْسِ بْنِ عَاصِمٍ، أَنَّ أَبَاهُ أَوْصَى عِنْدَ مَوْتِهِ بَنِيهِ فَقَالَ: اتَّقُوا اللَّهَ وَسَوِّدُوا أَكْبَرُكُمْ، فَإِنَّ الْقَوْمَ إِذَا سَوَّدُوا أَكْبَرَهُمْ خَلَفُوا أَبَاهُمْ، وَإِذَا سَوَّدُوا أَصْغَرَهُمْ أَزْرَى بِهِمْ ذَلِكَ فِي أَكْفَائِهِمْ. وَعَلَيْكُمْ بِالْمَالِ وَاصْطِنَاعِهِ، فَإِنَّهُ مَنْبَهَةٌ لِلْكَرِيمِ، وَيُسْتَغْنَى بِهِ عَنِ اللَّئِيمِ. وَإِيَّاكُمْ وَمَسْأَلَةَ النَّاسِ، فَإِنَّهَا مِنْ آخِرِ كَسْبِ الرَّجُلِ. وَإِذَا مُتُّ فَلاَ تَنُوحُوا، فَإِنَّهُ لَمْ يُنَحْ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم. وَإِذَا مُتُّ فَادْفِنُونِي بِأَرْضٍ لاَ يَشْعُرُ بِدَفْنِي بَكْرُ بْنُ وَائِلٍ، فَإِنِّي كُنْتُ أُغَافِلُهُمْ فِي الْجَاهِلِيَّةِ.
তাহকীক: