আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৬১
১৬৬- জ্যেষ্ঠগণ কথা না বলিলে কনিষ্ঠ ব্যক্তি বলিতে পারে কি?
৩৬১। হযরত ইব্‌ন উমর (রাযিঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ বলো তো দেখি সেই কোন বৃক্ষ যাহার উপমা মুসলমানের সহিত দেওয়া চলে—অহরহ তাহার প্রভুর নির্দেশে সে ফলদান করে এবং তাহার পাতাও ঝরে না । তখন আমার মনে উদয় হইল, নিশ্চয়ই উহা খেজুর গাছ। হযরত আবু বকর ও উমর (রাযিঃ) বর্তমান থাকিতে আমি কথা বলা সঙ্গত মনে করিলাম না। তখন তাঁহারা কোন উত্তর দিলেন না। তখন নবী করীম (ﷺ) বলিলেন: উহা হইতেছে খেজুর গাছ। যখন আমি আমার পিতার সহিত মজলিস হইতে বাহির হইয়া আসিলাম, তখন আমি বলিলাম, পিত! আমার মনে তো উদয় হইয়াছিল যে, সেই গাছটি খেজুর গাছই হইবে। তিনি বলিলেনঃ তবে তুমি উহা বলিতে কি বাধা ছিল ? যদি তুমি উহা বলিতে তবে আমার নিকট তাহা অমুক অমুক বস্তু হইতেও প্রিয়তর হইত। বলিলাম, বলিতে কোন বাধা ছিল না। তবে আমি দেখিলাম আপনি বা আবু বকর (রাযিঃ) কেহই বলিতেছেন না। সুতরাং আমি তাহা বলা সমীচীন মনে করিলাম না।
بَابُ إِذَا لَمْ يَتَكَلَّمِ الْكَبِيرُ هَلْ لِلأَصْغَرِ أَنْ يَتَكَلَّمَ‏؟‏
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللهِ قَالَ‏:‏ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ أَخْبِرُونِي بِشَجَرَةٍ مَثَلُهَا مَثَلُ الْمُسْلِمِ، تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا، لاَ تَحُتُّ وَرَقَهَا، فَوَقَعَ فِي نَفْسِي النَّخْلَةُ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ، وَثَمَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَلَمَّا لَمْ يَتَكَلَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ هِيَ النَّخْلَةُ، فَلَمَّا خَرَجْتُ مَعَ أَبِي قُلْتُ‏:‏ يَا أَبَتِ، وَقَعَ فِي نَفْسِي النَّخْلَةُ، قَالَ‏:‏ مَا مَنَعَكَ أَنْ تَقُولَهَا‏؟‏ لَوْ كُنْتَ قُلْتَهَا كَانَ أَحَبَّ إِلَيَّ مِنْ كَذَا وَكَذَا، قَالَ‏:‏ مَا مَنَعَنِي إِلاَّ لَمْ أَرَكَ، وَلاَ أَبَا بَكْرٍ تَكَلَّمْتُمَا، فَكَرِهْتُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান