আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৩৩৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫৩- সম্মুখে প্রশংসা করা
৩৩৩। হযরত আবু বাকরা (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ)-এর দরবারে এক ব্যক্তির প্রসঙ্গ উঠিল। এক ব্যক্তি তাহার প্রশংসা করিল। উহা শুনিতে পাইয়া নবী করীম (ﷺ) বলিলেনঃ সর্বনাশ, তুমি তো তোমার ভাইয়ের গলা (মূলে আছে ‘ঘাড়’ বাংলা বাগধারা অনুযায়ী গলাকাটা অনুবাদ করা হইল) কাটিয়া দিলে ? এ কথা তিনি বারবার উচ্চারণ করিলেন। (তারপর বলিলেন) তোমাদের কাহাকেও যদি একান্তই প্রশংসা করিতে হয় তবে এরূপ বলিবে—আমার ধারণা মতে তিনি এরূপ, অবশ্য যদি সে তোমার ধারণা মত সত্য সত্যই এরূপ হইয়া থাকে। উহার (যথার্থতার) হিসাব নিকাশ তো আল্লাহ্রই হাতে। আর আল্লাহ্র সম্মুখে কাহাকেও উচিত নহে নির্দোষ মনে করা।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَا جَاءَ فِي التَّمَادُحِ
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَثْنَى عَلَيْهِ رَجُلٌ خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: وَيْحَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ، يَقُولُهُ مِرَارًا، إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا لاَ مَحَالَةَ فَلْيَقُلْ: أَحْسَبُ كَذَا وَكَذَا، إِنْ كَانَ يَرَى أَنَّهُ كَذَلِكَ، وَحَسِيبُهُ اللَّهُ، وَلاَ يُزَكِّي عَلَى اللهِ أَحَدًا.
তাহকীক:
হাদীস নং: ৩৩৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫৩- সম্মুখে প্রশংসা করা
৩৩৪। হযরত আবু মুসা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) এক ব্যক্তিকে আর এক ব্যক্তির উচ্ছ্বসিত প্রশংসা করিতে শুনিলেন। তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ তুমি তো তাহাকে হত্যা করিয়া ফেলিলে অথবা তুমি তো লোকটির পিঠে ছুরি বসাইয়া দিলে! (মূলে আছে পিঠ কাটিয়া ফেলিলে!)
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا قَالَ: حَدَّثَنِي بُرَيْدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يُثْنِي عَلَى رَجُلٍ وَيُطْرِيهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: أَهْلَكْتُمْ، أَوْ قَطَعْتُمْ، ظَهْرَ الرَّجُلِ.
তাহকীক:
হাদীস নং: ৩৩৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫৩- সম্মুখে প্রশংসা করা
৩৩৫। ইবরাহীম তাইমী তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ একদা আমি হযরত উমরের দরবারে উপবিষ্ট ছিলাম। তখন এক ব্যক্তি মুখের সামনে অপর এক ব্যক্তির প্রশংসা করিল। তখন তিনি বলিলেনঃ তুমি তো তাহাকে যবাই করিয়া ফেলিলে! আল্লাহ্ তোমার সর্বনাশ করুন!
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ، فَأَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ فِي وَجْهِهِ، فَقَالَ: عَقَرْتَ الرَّجُلَ، عَقَرَكَ اللَّهُ.
তাহকীক:
হাদীস নং: ৩৩৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫৩- সম্মুখে প্রশংসা করা
৩৩৬। হযরত যায়িদ ইব্ন আসলাম (রাযিঃ) তাহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ আমি হযরত উমর (রাযিঃ)-কে বলিতে শুনিয়াছি, কাহারও প্রশংসা করা তাহাকে যবাই করারই শামিল । রাবী মুহাম্মাদ বলেন, যখন প্রশংসিত ব্যক্তি উহা গ্রহণ করিয়া লয়।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلامِ، قَالَ: حَدَّثَنَا حَفْصٌ، عَنْ عُبَيْدِ اللهِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ عُمَرَ يَقُولُ: الْمَدْحُ ذَبْحٌ، قَالَ مُحَمَّدٌ: يَعْنِي إِذَا قَبِلَهَا.
তাহকীক: