আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩২৯
১৫২- লোকের দোষ অনুসন্ধানকারী।
৩২৯। হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) আল্লাহ্ তাআলার বাণীঃ وَلاَ تَلْمِزُوا أَنْفُسَكُمْ -এর তাফসীর করিতে গিয়া বলেন, উহার অর্থ তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না।
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ، عَنْ زَيْدٍ مَوْلَى قَيْسٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ‏:‏ ‏(‏وَلاَ تَلْمِزُوا أَنْفُسَكُمْ‏)‏، قَالَ‏:‏ لاَ يَطْعَنُ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৩০
১৫২- লোকের দোষ অনুসন্ধানকারী।
৩৩০। আবু জুবাইরা ইব্‌ন যাহ্‌হাক (রাযিঃ) বলেন, আমাদের অর্থাৎ বনু সালামা গোত্রীয় লোকদের ব্যাপারেই নাযিল হয়ঃ ‏وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ‏ — “একে অপরকে মন্দ নামে ডাকিও না”। (সূরা হুজুরাত : ১২) উহার পটভূমি বর্ণনা প্রসঙ্গে তিনি বলেন, যখন নবী করীম (ﷺ) আমাদের মধ্যে তাশরীফ আনিলেন, তখন আমাদের প্রত্যেকেরই দুইটি করিয়া নাম ছিল। তখন নবী করীম (ﷺ) কাহাকেও সম্বোধন করিতে গিয়া বলিতেন, হে অমুক! তখন সাহাবীগণ বলিতেন, ইয়া রাসূলাল্লাহ্! এই নামে ডাকিলে সে অসন্তুষ্ট হয়। (কারণ উহা তাহার দোষবহ নাম)।
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا دَاوُدُ، عَنْ عَامِرٍ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو جَبِيرَةَ بْنُ الضَّحَّاكِ قَالَ‏:‏ فِينَا نَزَلَتْ، فِي بَنِي سَلِمَةَ‏:‏ ‏(‏وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ‏)‏، قَالَ‏:‏ قَدِمَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَلَيْسَ مِنَّا رَجُلٌ إِلاَّ لَهُ اسْمَانِ، فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ يَا فُلاَنُ، فَيَقُولُونَ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّهُ يَغْضَبُ مِنْهُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৩১
১৫২- লোকের দোষ অনুসন্ধানকারী।
৩৩১। ইকরামা (রাযিঃ) বলেন, আমার খেয়াল নাই, ইব্‌ন আব্বাস (রাযিঃ), না তাহার চাচাত ভাই একে অপরকে খাওয়ার জন্য দাওয়াত করিলেন। তাঁহাদের সম্মুখে এক দাসী (আহার পরিবেশনের) কাজ করিতেছিল। তখন তাঁহাদের একজন তাহাকে ‘হে ব্যভিচারিণী’ বলিয়া সম্বোধন করিলেন। তখন অপরজন বলিলেনঃ চুপ কর। সে যদি ইহকালে এজন্য তোমাকে এই অপবাদের জন্য নির্ধারিত শাস্তি নাও দেওয়াইতে পারে, পরকালে তো নিশ্চয়ই উহার শাস্তি দেওয়া হইবে। তখন প্রথমজন বলিলেনঃ যদি ব্যাপারটা তাহাই হইয়া থাকে ? তখন অপরজন বলিলেনঃ আল্লাহ্ তাআলা যে অশ্লীল কথা বলে আর অশ্লীলতার খোঁজে থাকে তাহাকে ভালবাসেন না। ইনি ছিলেন ইব্‌ন আব্বাস (রাযিঃ) যিনি বলিয়াছিলেন, নিশ্চয় আল্লাহ্ যে অশ্লীল কথা বলে ও অশ্লীলতার খোঁজে থাকে তাহাকে ভালবাসেন না ।
حَدَّثَنَا مُحَمَّدٍ قَالَ‏:‏ أخبرنا الْفَضْلُ بْنُ مُقَاتِلٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ، عَنِ الْحَكَمِ قَالَ‏:‏ سَمِعْتُ عِكْرِمَةَ يَقُولُ‏:‏ لاَ أَدْرِي أَيُّهُمَا جَعَلَ لِصَاحِبِهِ طَعَامًا، ابْنُ عَبَّاسٍ أَوِ ابْنُ عَمِّهِ، فَبَيْنَا الْجَارِيَةُ تَعْمَلُ بَيْنَ أَيْدِيهِمْ، إِذْ قَالَ أَحَدُهُمْ لَهَا‏:‏ يَا زَانِيَةُ، فَقَالَ‏:‏ مَهْ، إِنْ لَمْ تَحُدَّكَ فِي الدُّنْيَا تَحُدُّكَ فِي الْآخِرَةِ، قَالَ‏:‏ أَفَرَأَيْتَ إِنْ كَانَ كَذَاكَ‏؟‏ قَالَ‏:‏ إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْفَاحِشَ الْمُتَفَحِّشَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৩২
১৫২- লোকের দোষ অনুসন্ধানকারী।
৩৩২। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ মু’মিন খোঁটাদাতা, অভিশাপকারী, অশ্লীলভাষী প্রগলভ হইতে পারে না।
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ، وَلاَ اللِّعَانِ، وَلاَ الْفَاحِشِ، وَلاَ الْبَذِي‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান