আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩০৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৪৪- সচ্চরিত্র হওয়ার জন্য আল্লাহর নিকট দুআ করা
৩০৭। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বহুল পরিমাণে এই দুআ করিতেনঃ “হে প্রভু! আমি তোমার কাছে সু-স্বাস্থ্য, নিষ্কলুষ চরিত্র, আমানতদারী, সুন্দর স্বভাব এবং তাকদীরে সন্তুষ্টি প্রার্থনা করিতেছি।”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ دَعَا اللَّهَ أَنْ يُحَسِّنَ خُلُقَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ التَّنُوخِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُكْثِرُ أَنْ يَدْعُوَ‏:‏ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ، وَالْعِفَّةَ، وَالأَمَانَةَ، وَحُسْنَ الْخُلُقِ، وَالرِّضَا بِالْقَدَرِ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩০৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৪৪- সচ্চরিত্র হওয়ার জন্য আল্লাহর নিকট দুআ করা
৩০৮। হযরত ইয়াযীদ ইব্‌ন বাবানুস (রাযিঃ) বলেন, আমরা একদা হযরত আয়েশা (রাযিঃ)-এর নিকট উপস্থিত হইলাম এবং বলিলামঃ হে মু’মিন জননী! রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চরিত্র (বৈশিষ্ট্য) কি ছিল ? তিনি বলিলেনঃ কুরআনই ছিল তাঁহার চরিত্র। আপনারা সূরা মু’মিনও পড়িয়া থাকিবেন। বলিলেনঃ একটু পড়ুন তোঃ *** ইয়াযীদ বলেন, তখন আমি পড়িলাম, *** পর্যন্ত [২৩: মু’মিনুনঃ ১০৫]। তিনি বলিলেনঃ উহাই ছিল রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চরিত্র।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ السَّلامِ، قَالَ‏:‏ حَدَّثَنَا جَعْفَرٌ، عَنْ أَبِي عِمْرَانَ، عَنْ يَزِيدَ بْنِ بَابَنُوسَ قَالَ‏:‏ دَخَلْنَا عَلَى عَائِشَةَ فَقُلْنَا‏:‏ يَا أُمَّ الْمُؤْمِنِينَ، مَا كَانَ خُلُقُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم‏؟‏ قَالَتْ‏:‏ كَانَ خُلُقُهُ الْقُرْآنَ، تَقْرَؤُونَ سُورَةَ الْمُؤْمِنِينَ‏؟‏ قَالَتِ‏:‏ اقْرَأْ‏:‏ ‏(‏قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ‏)‏، قَالَ يَزِيدُ‏:‏ فَقَرَأْتُ‏:‏ ‏(‏قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ‏)‏ إِلَى ‏(‏لِفُرُوجِهِمْ حَافِظُونَ‏)‏، قَالَتْ‏:‏ هَكَذَا كَانَ خُلُقُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم‏.‏
tahqiq

তাহকীক: