আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১২
১০৮- গৃহকর্তা গৃহবাসীদের রাখাল স্বরূপ
২১২. হযরত ইব্‌ন উমর ( রা ) বলেন , নবী করীম ( সা ) ফরমাইয়াছেন ঃ তোমাদের প্রত্যেকেই রাখাল স্বরূপ এবং তোমাদের প্রত্যেককেই তাহাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে । আমানতদার রাখালস্বরূপ , তাহাকে উহা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে , গৃহকর্তা তাহার গৃহবাসীদের রাখালস্বরূপ , তাহাকে উহাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে । গৃহকর্তী তাহার স্বামীর ঘরের রাখালস্বরূপ , তাহাকে উহা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে । মনে রাখিও , তোমাদের প্রত্যেককেই ( কোন না কোনভাবে ) রাখালস্বরূপ এবং প্রত্যেককে তাহার সংশ্লিষ্টদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে ।
بَابُ الرَّجُلِ رَاعٍ فِي أَهْلِهِ
حَدَّثَنَا عَارِمٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ رَاعٍ وَهُوَ مَسْؤُولٌ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِهِ وَهُوَ مَسْؤُولٌ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ زَوْجِهَا وَهِيَ مَسْؤُولَةٌ، أَلاَ وَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২১৩
১০৮- গৃহকর্তা গৃহবাসীদের রাখাল স্বরূপ
২১৩. হযরত আবু সুলায়মান মালিক ইবন হুরায়রিস ( রা ) বলেনঃ আমরা কতিপয় সমবয়সী যুবক নবী করীম ( সা ) -এর খেদমতে হাযির হইলাম এবং বিশ দিন পর্যন্ত তাঁহার খেদমতে থাকিলাম । তিনি তখন অনুভব করিলেন যে আমরা ঘরে ফিরিতে উদ্‌দ্গ্রীব হইয়া উঠিয়াছি । তখন তিনি আমাদের বাটীস্থ লোকজন সম্পর্কে আমাদিগকে জিজ্ঞাসা করিলেন । আমরা নিজ নিজ বাটীর অবস্থা তাঁহার কাছে বিবৃত করিলাম । তিনি অত্যন্ত কোমল হৃদয় ও দয়ালু ছিলেন । বলিলেন : আচ্ছা , এইবার তোমরা নিজেদের পরিবার - পরিজনের কাছে ফিরিয়া যাও ! তাহাদিগকে গিয়া ( এখানে যাহা শিখিয়া গেলে তাহা ) শিক্ষা দাও এবং সৎকাজের আদেশ কর এবং আমাকে যে ভাবে নামায পড়িতে দেখিলে , সেরূপ নামায পড়িও । যখন নামাযের সময় হইবে , তখন তোমাদের মধ্যকার একজন উঠিয়া আযান দিবে এবং তোমাদের মধ্যকার যে সবার বড় , সে ইমামতি করিবে ।
بَابُ الرَّجُلِ رَاعٍ فِي أَهْلِهِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي سُلَيْمَانَ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ‏:‏ أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، فَظَنَّ أَنَّا اشْتَهَيْنَا أَهْلِينَا، فَسَأَلْنَا عَنْ مَنْ تَرَكْنَا فِي أَهْلِينَا‏؟‏ فَأَخْبَرْنَاهُ، وَكَانَ رَفِيقًا رَحِيمًا، فَقَالَ‏:‏ ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা