আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১২
১০৮- গৃহকর্তা গৃহবাসীদের রাখাল স্বরূপ
২১২. হযরত ইব্ন উমর ( রা ) বলেন , নবী করীম ( সা ) ফরমাইয়াছেন ঃ তোমাদের প্রত্যেকেই রাখাল স্বরূপ এবং তোমাদের প্রত্যেককেই তাহাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে । আমানতদার রাখালস্বরূপ , তাহাকে উহা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে , গৃহকর্তা তাহার গৃহবাসীদের রাখালস্বরূপ , তাহাকে উহাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে । গৃহকর্তী তাহার স্বামীর ঘরের রাখালস্বরূপ , তাহাকে উহা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে । মনে রাখিও , তোমাদের প্রত্যেককেই ( কোন না কোনভাবে ) রাখালস্বরূপ এবং প্রত্যেককে তাহার সংশ্লিষ্টদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে ।
بَابُ الرَّجُلِ رَاعٍ فِي أَهْلِهِ
حَدَّثَنَا عَارِمٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ رَاعٍ وَهُوَ مَسْؤُولٌ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِهِ وَهُوَ مَسْؤُولٌ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ زَوْجِهَا وَهِيَ مَسْؤُولَةٌ، أَلاَ وَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২১৩
১০৮- গৃহকর্তা গৃহবাসীদের রাখাল স্বরূপ
২১৩. হযরত আবু সুলায়মান মালিক ইবন হুরায়রিস ( রা ) বলেনঃ আমরা কতিপয় সমবয়সী যুবক নবী করীম ( সা ) -এর খেদমতে হাযির হইলাম এবং বিশ দিন পর্যন্ত তাঁহার খেদমতে থাকিলাম । তিনি তখন অনুভব করিলেন যে আমরা ঘরে ফিরিতে উদ্দ্গ্রীব হইয়া উঠিয়াছি । তখন তিনি আমাদের বাটীস্থ লোকজন সম্পর্কে আমাদিগকে জিজ্ঞাসা করিলেন । আমরা নিজ নিজ বাটীর অবস্থা তাঁহার কাছে বিবৃত করিলাম । তিনি অত্যন্ত কোমল হৃদয় ও দয়ালু ছিলেন । বলিলেন : আচ্ছা , এইবার তোমরা নিজেদের পরিবার - পরিজনের কাছে ফিরিয়া যাও ! তাহাদিগকে গিয়া ( এখানে যাহা শিখিয়া গেলে তাহা ) শিক্ষা দাও এবং সৎকাজের আদেশ কর এবং আমাকে যে ভাবে নামায পড়িতে দেখিলে , সেরূপ নামায পড়িও । যখন নামাযের সময় হইবে , তখন তোমাদের মধ্যকার একজন উঠিয়া আযান দিবে এবং তোমাদের মধ্যকার যে সবার বড় , সে ইমামতি করিবে ।
بَابُ الرَّجُلِ رَاعٍ فِي أَهْلِهِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي سُلَيْمَانَ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ: أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، فَظَنَّ أَنَّا اشْتَهَيْنَا أَهْلِينَا، فَسَأَلْنَا عَنْ مَنْ تَرَكْنَا فِي أَهْلِينَا؟ فَأَخْبَرْنَاهُ، وَكَانَ رَفِيقًا رَحِيمًا، فَقَالَ: ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ.

তাহকীক:
তাহকীক চলমান
