আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৮
১০৫- দাস হওয়ার সাধ
২০৮. হযরত আবু হুরায়রা ( রা ) বলেন , রাসূলুল্লাহ্ ( সা ) ফরমাইয়াছেন : মুসলিম দাস যদি আল্লাহর হক এবং তাহার মনিবের হক (যুগপৎভাবে) আদায় করে , তাহা হইলে তাহার জন্য দুইটি পারিশ্রমিক রহিয়াছে । যাহার হাতে আবু হুরায়রার প্রাণ , সেই মহান সত্তার কসম , আল্লাহর রাহে জিহাদ , হজ্জ এবং আমার মাতার সেবাযত্নের দায়িত্ব যদি না হইত , তাহা হইলে আমি অবশ্যই ক্রীতদাসরূপে মৃত্যুবরণ করিতে ভালবাসিতাম ।
بَابُ مَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَبْدًا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ الْعَبْدُ الْمُسْلِمُ إِذَا أَدَّى حَقَّ اللهِ وَحَقَّ سَيِّدِهِ، لَهُ أَجْرَانِ، وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ، لَوْلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ، وَالْحَجُّ، وَبِرُّ أُمِّي، لَأَحْبَبْتُ أَنْ أَمُوتَ مَمْلُوكًا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান