আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৫
১০৩-দাস যখন মনিবের মঙ্গল কামনা করে
২০৫. হযরত আবু বুরদা (রাযিঃ) তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেন: ক্রীতদাসের দুইটি পারিশ্রমিক — যখন সে আল্লাহর ইবাদতের হক আদায় করে অথবা তিনি ফরমাইয়াছেনঃ উত্তমরূপে আদায় করে এবং মনিবের হক যা মালিক হিসাবে তাহার উপর রহিয়াছে, তাহাও আদায় করে।
بَابُ إِذَا نَصَحَ الْعَبْدُ لِسَيِّدِهِ
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي بُرْدَةَ قَالَ: سَمِعْتُ أَبَا بُرْدَةَ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: الْمَمْلُوكُ لَهُ أَجْرَانِ إِذَا أَدَّى حَقَّ اللهِ فِي عِبَادَتِهِ، أَوْ قَالَ: فِي حُسْنِ عِبَادَتِهِ، وَحَقَّ مَلِيكِهِ الَّذِي يَمْلِكُهُ.

তাহকীক:
তাহকীক চলমান