আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৯৩- দাসের গালে যে চপেটাঘাত করে তাহার উচিৎ তাহাকে স্বেচ্ছাপ্রনোদিতভাবে আযাদ করা
১৮০. যাযান আবু উমর বলেন, আমি একদা হযরত ই উমর (রাযিঃ)-এর দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় তিনি তার একটি গােলামকে ডাকাইলেন-যাহাকে তিনি প্রহার করিয়াছিলেন। তখন তিনি তাহার পৃষ্ঠদেশ উন্মােচিত করিলেন এবং বলিলেনঃ তুমি কি ব্যথা অনুভব করিতেছ? সে বলিলঃ জ্বী। তখন তিনি তাহাকে আযাদ করিয়া দিলেন। অতঃপর তিনি ভূমি হইতে একখণ্ড কাঠ উঠাইলেন এবং বলিলেন-“উহা দ্বারা এই কাষ্টখণ্ডের ওজনের সাওয়াবও আমি পাইব না।” তখন আমি বলিলাম, হে আব্দুর রহমানের পিতা, আপনি একথা কেন বলিলেন? জবাবে তিনি বলিলেন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, অথবা আমি শুনিয়াছি তিনি বলিয়াছেনঃ যে কেহ তাহার গােলামকে শরী'আত নির্ধারিত পাপের শাস্তি ব্যতিরেকে প্রহার করিবে অথবা তাহার মুখমণ্ডলে চপেটাঘাত করিবে, তাহার কাফফারা হইল তাহাকে আযাদ করিয়া দেওয়া।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ لَطَمَ عَبْدَهُ فَلْيُعْتِقْهُ مِنْ غَيْرِ إِيجَابٍ
حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا فِرَاسٌ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ زَاذَانَ أَبِي عُمَرَ قَالَ‏:‏ كُنَّا عِنْدَ ابْنِ عُمَرَ، فَدَعَا بِغُلاَمٍ لَهُ كَانَ ضَرَبَهُ فَكَشَفَ عَنْ ظَهْرِهِ فَقَالَ‏:‏ أَيُوجِعُكَ‏؟‏ قَالَ‏:‏ لاَ‏.‏ فَأَعْتَقَهُ، ثُمَّ رَفَعَ عُودًا مِنَ الأَرْضِ فَقَالَ‏:‏ مَالِي فِيهِ مِنَ الأَجْرِ مَا يَزِنُ هَذَا الْعُودَ، فَقُلْتُ‏:‏ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، لِمَ تَقُولُ هَذَا‏؟‏ قَالَ‏:‏ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ أَوْ قَالَ‏:‏ مَنْ ضَرَبَ مَمْلُوكَهُ حَدًّا لَمْ يَأْتِهِ، أَوْ لَطَمَ وَجْهَهُ، فَكَفَّارَتُهُ أَنْ يُعْتِقَهُ‏.‏
tahqiq

তাহকীক: