আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৬৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৮৮- মােহরাংকিত করিয়া খাদেমের কাছে মাল দেওয়া
১৬৭. হযরত আবুল আলীয়া বলেনঃ খাদেমের কাছে কোন বস্তু দেওয়ার সময় মােহরাংকিত করিয়া, ওজন করিয়া বা গুণিয়া দেওয়ার জন্য আমাদিগকে আদেশ করা হইত যাহাতে তাহার অভ্যাস নষ্ট হইতে পারে বা আমাদের মধ্যকার কেহ কু-ধারণা না করে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ خَتَمَ عَلَى خَادِمِهِ مَخَافَةَ سُوءِ الظَّنِّ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ: أَخْبَرَنَا أَبُو خَلْدَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ: كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْتِمَ عَلَى الْخَادِمِ، وَنَكِيلَ، وَنَعُدَّهَا، كَرَاهِيَةَ أَنْ يَتَعَوَّدُوا خُلُقَ سُوءٍ، أَوْ يَظُنَّ أَحَدُنَا ظَنَّ سُوءٍ.
তাহকীক: