আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৬
৮৭- খাদেম অপরাধ করলে।
১৬৬. আসিম ইন লাকী ইবন সাবুরা তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ একদা আমি নবী করীম (ﷺ)-এর খেদমতে গিয়া উপস্থিত হইলাম। রাখাল চারণভূমিতে একটি ছাগলছানা ফেলিয়া আসিয়াছিল। (আমি তাহা নবী করীমের কাছে ব্যক্ত করিলে) নবী করীম (ﷺ) ফরমাইলেনঃ কখনও এরূপ ধারণা করিবে না-কখনও এরূপ ধারণা করিবে না” কথাটি নবী করীম আর কখনও বলেন নাই-আমর তাে একশত ছাগী আছে, আর অধিক আমার কী প্রয়ােজন ? অতঃপর যখন রাখাল চারণক্ষেত্র হইতে ছাগলছানাটি নিয়া আসিল, আমি উহার স্থলে একটি ছাগীই যবাই করিয়া ফেলিলাম। ঐ সময় উপদেশস্থলে নবী করীম (ﷺ) যাহা যাহা বলিয়াছিলেন, তাহার মধ্যে ছিল-“তােমার সহধর্মিণীকে দাসীর মত প্রহার করিবে না, যখন নাক পরিষ্কার কর, উত্তমরূপে পরিষ্কার করিবে অবশ্য, যদি রােযা রাখিয়া থাক, তবে নহে।
بَابُ الْخَادِمِ يُذْنِبُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ‏:‏ سَمِعْتُ إِسْمَاعِيلَ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، وَدَفَعَ الرَّاعِي فِي الْمُرَاحِ سَخْلَةً، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ لاَ تَحْسِبَنَّ، وَلَمْ يَقُلْ‏:‏ لاَ تَحْسَبَنَّ إِنَّ لَنَا غَنَمًا مِئَةً لاَ نُرِيدُ أَنْ تَزِيدَ، فَإِذَا جَاءَ الرَّاعِي بِسَخْلَةٍ ذَبَحْنَا مَكَانَهَا شَاةً، فَكَانَ فِيمَا قَالَ‏:‏ لاَ تَضْرِبْ ظَعِينَتَكَ كَضَرْبِكَ أَمَتَكَ، وَإِذَا اسْتَنْشَقْتَ فَبَالِغْ، إِلاَّ أَنْ تَكُونَ صَائِمًا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা