আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬২
৮৪- বেদুইনের নিকট দাস-দাসী বিক্রয়।
১৬২. হযরত উমর (রাযিঃ) বলেন, হযরত আয়েশা (রাযিঃ) তাঁহার এক দাসীকে তাঁহার মৃত্যু সাপেক্ষে মুক্তি প্রদানের কথা ঘােষণা করিলেন। অতঃপর হযরত আয়েশা (রাযিঃ) অসুস্থ হইয়া পড়িলেন। তাঁহার ভ্রাতুস্পুত্রগণ জনৈক যাৎ' গােত্রোদ্ভুত চিকিৎসকের কাছে তাহার ব্যাপারে পরামর্শ করিলেন। চিকিৎসক বলিল, আপনারা এমন এক মহিলা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিতেছেন—যাহার দাসী তাহাকে যাদুমন্ত্র করিয়া রাখিয়াছে। হযরত আয়েশা (রাযিঃ)-কে উহা অবগত করা হইল। তিনি দাসীকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেনঃ তুই কি আমাকে যাদুমন্ত্র করিয়াছিস? সে বলিলঃ জ্বী হ্যা'। তিনি বলিলেনঃ কেন তুই এমনটি করিয়াছিস ? কস্মিনকালেও তুই আর মুক্তি পাবি না। তারপর তাঁহার লােকজনকে ডাকিয়া হযরত আয়েশা বলিলেনঃ উহাকে একটি উগ্র মেজাজের অসদাচারী বেদুঈনের কাছে বিক্রি
করিয়া দাও।
করিয়া দাও।
بَابُ بَيْعِ الْخَادِمِ مِنَ الأعْرَابِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ عَمْرَةَ، عَنْ عَمْرَةَ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا دَبَّرَتْ أَمَةً لَهَا، فَاشْتَكَتْ عَائِشَةُ، فَسَأَلَ بَنُو أَخِيهَا طَبِيبًا مِنَ الزُّطِّ، فَقَالَ: إِنَّكُمْ تُخْبِرُونِي عَنِ امْرَأَةٍ مَسْحُورَةٍ، سَحَرَتْهَا أَمَةٌ لَهَا، فَأُخْبِرَتْ عَائِشَةُ، قَالَتْ: سَحَرْتِينِي؟ فَقَالَتْ: نَعَمْ، فَقَالَتْ: وَلِمَ؟ لاَ تَنْجَيْنَ أَبَدًا، ثُمَّ قَالَتْ: بِيعُوهَا مِنْ شَرِّ الْعَرَبِ مَلَكَةً.

তাহকীক:
তাহকীক চলমান