আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৫- সন্তানই মানুষকে কৃপণ ও ভীরু করে
৮৪। হযরত আয়েশা (রাযিঃ) বলেন ঃ একদা আবু বাকর (রাযিঃ) বলিলেন-“আল্লাহর কসম পৃথিবীর বুকে উমরের চাইতে প্রিয়তর আমার কাছে আর কেহই নাই।” উহা বলিয়া যখন তিনি ঘরে ফিরিলেন, অতঃপর বলিলেন ঃ বৎসে! আমি কোন শব্দ দ্বারা শপথ করিয়াছি আমি তাহাকে উহার পুনরাবৃত্তি করিয়া শুনাইলাম। তখন তিনি বলিলেনঃ ‘প্রিয়তম। আর সন্তান তাে মানুষের প্রাণাধিক প্রিয়।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْوَلَدُ مَبْخَلَةٌ مَجْبَنَةٌ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ‏:‏ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ‏:‏ كَتَبَ إِلَيَّ هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ‏:‏ قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَوْمًا‏:‏ وَاللَّهِ مَا عَلَى وَجْهِ الأَرْضِ رَجُلٌ أَحَبَّ إِلَيَّ مِنْ عُمَرَ، فَلَمَّا خَرَجَ رَجَعَ فَقَالَ‏:‏ كَيْفَ حَلَفْتُ أَيْ بُنَيَّةُ‏؟‏ فَقُلْتُ لَهُ، فَقَالَ‏:‏ أَعَزُّ عَلَيَّ، وَالْوَلَدُ أَلْوَطُ‏.‏
হাদীস নং: ৮৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৫- সন্তানই মানুষকে কৃপণ ও ভীরু করে
৮৫। ইবন আবু নি'আম বলেন, আমি তখন হযরত আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ)-এর সম্মুখে উপস্থিত ছিলাম যখন এক ব্যক্তি আসিয়া তাহাকে মশা মারিলে (ইহরাম অবস্থায়) তাহার প্রতিবিধান কি করিয়া করিতে হয়, তাহা জিজ্ঞাসা করিলেন ঃ তােমার বাড়ী কোথায় হে? সে ব্যাক্তি বলিল ঃ ইরাকে। তখন তিনি বলিলেন ঃ দেখ, লােকটি মশা মারিলে তাহার প্রতিবিধান কি জানিতে চাহিতেছে ; অথচ উহারা নবী করীম (ﷺ)-এর সেই প্রিয় বংশধরকে হত্যা করিয়াছে-যাহাদের সম্পর্কে আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি ও উহারা দুইজন আমার পার্থিব জীবনের দুইটি ফুল স্বরূপ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْوَلَدُ مَبْخَلَةٌ مَجْبَنَةٌ
حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ أَبِي يَعْقُوبَ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ قَالَ‏:‏ كُنْتُ شَاهِدًا ابْنَ عُمَرَ إِذْ سَأَلَهُ رَجُلٌ عَنْ دَمِ الْبَعُوضَةِ‏؟‏ فَقَالَ‏:‏ مِمَّنْ أَنْتَ‏؟‏ فَقَالَ‏:‏ مِنْ أَهْلِ الْعِرَاقِ، فَقَالَ‏:‏ انْظُرُوا إِلَى هَذَا، يَسْأَلُنِي عَنْ دَمِ الْبَعُوضَةِ، وَقَدْ قَتَلُوا ابْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ هُمَا رَيْحَانَيَّ مِنَ الدُّنْيَا‏.‏