আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৫
৪০- কোন বংশের আযাদকৃত গােলাম তাহাদেরই অন্তর্ভূক্ত
৭৫। হযরত রিফা'আ ইবন রাফি' (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) একদা হযরত উমর (রাযিঃ)-কে বলিলেন, তােমার সম্প্রদায়ের লােকজনকে আমার সকাশে সমবেত কর ! হযরত উমর (রাযিঃ) তাহাদিগকে সমবেত করিলেন। যখন তাহারা নবী করীম (ﷺ)-এর দ্বারপ্রান্তে আসিয়া সমবেত হইল, তখন হযরত উমর নবী করীম (ﷺ)-এর সদনে হাযির হইয়া নিবেদন করিলেন ঃ “আমার সম্প্রদায়ের লােকজনকে আপনার সম্মুখে সমবেত করিয়াছি।” আনসার সম্প্রদায়ের লােকজন তাহা শুনিতে পাইয়া ধারণা করিলেন যে নিশ্চয়ই কুরায়শগণের সম্পর্কে ওহী নাযিল হইয়াছে। তাহাদিগকে কী বলা হয় শুনিবার জন্য দর্শক ও
শ্রোতারূপে আসিয়া ভীড় করিলেন। তখন নবী করীম (ﷺ) বাহির হইয়া আসিলেন এবং তাহাদিগের সম্মুখে দণ্ডায়মান হইলেন। তিনি ফরমাইলেন ঃ তােমাদের (এই সমাবেশের) মধ্যে তােমাদের ছাড়া অন্য কেই আছে কি ? জবাবে তাঁহারা বলিলেন ঃ জ্বী হ্যা, আমাদের বন্ধুগােত্রের লােকজন, আমাদের ভাগ্নেয়রা
এবং আমাদের আযাদকৃতরাও আমাদের মধ্যে রহিয়াছে। তখন নবী করীম (ﷺ) ফরমাইলেন ঃ আমাদের বন্ধুগােত্রের লােকজন আমাদেরই অন্তর্ভূক্ত, আমাদের ভাগেয়রা আমাদেরই অন্তর্ভূক্ত, আমাদের আযাদকৃতরা আমাদেরই অন্তর্ভূক্ত। তােমরা (মনােযােগ সহকারে) শুন তােমাদের মধ্যকার আল্লাহ্ ভীরু (মুত্তাকী) ব্যক্তিগণই কেবল আমার বন্ধু ; তােমরা যদি তাহাই হও, তবে তাে বেশ, নতুবা জানিয়া রাখ, কিয়ামতের দিন যেন এমন না হয় যে, লােকজন তাে তাহাদের সকর্মসমূহ লইয়া আসিবে আর তােমরা আসিবে তােমাদের (পাপাচারসমূহের) বােঝাসমূহ লইয়া এবং তাহাই তােমাদের পক্ষ হইতে পেশ করা
হইবে। অতঃপর তিনি বলিলেন ঃ হে লােকসকল! এবং তখন তাহার পবিত্র হস্তদ্বয় তিনি কুরায়শদের মাথার উপর রাখিলেন-“লােকসকল! কুরায়শগণ হইতেছে আমানতওয়ালা ; যে তাহাদের বিরুদ্ধাচরণ করিবে-রাবী যুহায়র বলেন, আমার মনে হয় তিনি যেন বলিয়াছেন-সেসমূহ বিপদ ডাকিয়া আনিবে ।
আল্লাহ্ তা'আলা তাহাকে তাহার মুখের উপর উপুড় করিয়া ফেলিবেন।” তিনি একথা তিনবার বলিলেন।(মূলে আছে, তাহার দুই থুতনির উপর উপুড় করিয়া ফেলিবেন। অর্থাৎ চরম লাঞ্ছিত ও অপদস্থ করিবেন।)
بَابُ مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُثْمَانَ قَالَ‏:‏ أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ عُبَيْدٍ، عَنْ أَبِيهِ عُبَيْدٍ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ‏:‏ اجْمَعْ لِي قَوْمَكَ، فَجَمَعَهُمْ، فَلَمَّا حَضَرُوا بَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهِ عُمَرُ فَقَالَ‏:‏ قَدْ جَمَعْتُ لَكَ قَوْمِي، فَسَمِعَ ذَلِكَ الأَنْصَارُ فَقَالُوا‏:‏ قَدْ نَزَلَ فِي قُرَيْشٍ الْوَحْيُ، فَجَاءَ الْمُسْتَمِعُ وَالنَّاظِرُ مَا يُقَالُ لَهُمْ، فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَقَامَ بَيْنَ أَظْهُرِهِمْ فَقَالَ‏:‏ هَلْ فِيكُمْ مِنْ غَيْرِكُمْ‏؟‏ قَالُوا‏:‏ نَعَمْ، فِينَا حَلِيفُنَا وَابْنُ أُخْتِنَا وَمَوَالِينَا، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ حَلِيفُنَا مِنَّا، وَابْنُ أُخْتِنَا مِنَّا، وَمَوَالِينَا مِنَّا، وَأَنْتُمْ تَسْمَعُونَ‏:‏ إِنَّ أَوْلِيَائِي مِنْكُمُ الْمُتَّقُونَ، فَإِنْ كُنْتُمْ أُولَئِكَ فَذَاكَ، وَإِلاَّ فَانْظُرُوا، لاَ يَأْتِي النَّاسُ بِالأَعْمَالِ يَوْمَ الْقِيَامَةِ، وَتَأْتُونَ بِالأَثْقَالِ، فَيُعْرَضَ عَنْكُمْ، ثُمَّ نَادَى فَقَالَ‏:‏ يَا أَيُّهَا النَّاسُ، وَرَفَعَ يَدَيْهِ يَضَعَهُمَا عَلَى رُءُوسِ قُرَيْشٍ، أَيُّهَا النَّاسُ، إِنَّ قُرَيْشًا أَهْلُ أَمَانَةٍ، مَنْ بَغَى بِهِمْ، قَالَ زُهَيْرٌ‏:‏ أَظُنُّهُ قَالَ‏:‏ الْعَوَاثِرَ، كَبَّهُ اللَّهُ لِمِنْخِرَيْهِ، يَقُولُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান