আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৪
৩৯- কোন বংশের আযাদকৃত দাস কি সেই বংশের লােক বলিয়া নিজের পরিচয় দিবে
৭৪। আব্দুর রহমান ইবন আবু হাবীব (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) আমাকে জিজ্ঞাসা করিলেনঃ ওহে ! তুমি কোন বংশের লােক? ইবন-তৈয়ম তামীম গােত্রের ? ইবন উমর-সেই বংশেই তােমার জন্ম, না তুমি সেই বংশের আযাদকৃত ? আমি-তাঁহাদের আযাদকৃত। আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) বললেনঃ তাহা হইলে (প্রথমেই) বল নাই কেন যে, তুমি তাহাদের আযাদকৃত?
بَابُ هَلْ يَقُولُ الْمَوْلَى: إِنِّي مِنْ فُلانٍ؟
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا وَائِلُ بْنُ دَاوُدَ اللَّيْثِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي حَبِيبٍ قَالَ: قَالَ لِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ: مِمَّنْ أَنْتَ؟ قُلْتُ: مِنْ تَيْمِ تَمِيمٍ، قَالَ: مِنْ أَنْفُسِهِمْ أَوْ مِنْ مَوَالِيهِمْ؟ قُلْتُ: مِنْ مَوَالِيهِمْ، قَالَ: فَهَلاَّ قُلْتَ: مِنْ مَوَالِيهِمْ إِذًا؟.

তাহকীক:
তাহকীক চলমান