আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭০
৩৬-ইসলাম-পূর্ব যুগে কৃত আত্মীয়ের প্রতি সদ্ব্যবহারের ফল
৭০। উরওয়া ইবন যুবায়র (রাযিঃ) বলেন, হাকিম ইবন হিযাম (রাযিঃ) তাঁহাকে বলিয়াছেন যে, তিনি নবী করীম (ﷺ)-কে প্রশ্ন করিলেনঃ (ইয়া রাসূলাল্লাহ্।) জাহিলিয়তের যুগে আমি যে পুণ্যজ্ঞানে আত্মীয়-স্বজনের সহিত সদ্ব্যবহার করিয়াছি, গােলাম আযাদ করিয়াছি এবং দান খয়রাত করিয়াছি, তাহার কোন প্রতিদান কি আমি পাইব ? রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেনঃ (না পাইবে কেন ?) তােমার পূর্ববর্তী পুণ্যসমূহ লইয়াই তাে তুমি মুসলমান হইয়াছ !
بَابُ مَنْ وَصَلَ رَحِمَهُ فِي الْجَاهِلِيَّةِ ثُمَّ أَسْلَمَ
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ‏:‏ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ أَخْبَرَهُ، أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم‏:‏ أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ، مِنْ صِلَةٍ، وَعَتَاقَةٍ، وَصَدَقَةٍ، فَهَلْ لِي فِيهَا أَجْرٌ‏؟‏ قَالَ حَكِيمٌ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ مِنْ خَيْرٍ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান