আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৫- যালিম আত্মীয়ের সহিত ঘনিষ্ঠতা রক্ষা করার ফযীলত
৬৯। হযরত বারা (ইবনে আযিব (রাযিঃ) বলেন, একদা জনৈক বেদুইন নবী করীম (ﷺ)-এর খেদমতে আসিয়া আরয করিল ঃ হে আল্লাহর নবী ! আমাকে এমন একটি আমল শিক্ষা দিন-যাহা আমাকে জান্নাতে প্রবেশ করাইবে। ফরমাইলেন ঃ তােমার কথা যদি এই পর্যন্তই হইয়া থাকে, তবে একটা প্রশ্নের মতাে প্রশ্নই তুমি করিয়াছ। গােলাম আযাদ কর এবং গর্দান মুক্ত কর ! সে ব্যক্তি বলিল ঃ দুইটা একই বস্তু নহে কি? ফরমাইলেন ঃ না, গােলাম আযাদ করা তাে কোন গােলামকে আযাদ করাই এবং গর্দান মুক্ত করা মানে আত্মীয়-স্বজনের মুক্তির জন্য সাহায্য করা এবং প্রিয় বস্তু (অর্থ-সম্পদ) দান করা। যদি তাহা না পার, তবে সৎকাজের আদেশ করিবে এবং অসৎকাজে নিষেধ করিবে। যদি তাহাতেও সমর্থ না হও, তবে সদবাক্য বলা ছাড়া মুখ বন্ধ রাখিবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ فَضْلِ مَنْ يَصِلُ ذَا الرَّحِمِ الظَّالِمَ
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ طَلْحَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ: يَا نَبِيَّ اللهِ، عَلِّمْنِي عَمَلاً يُدْخِلُنِي الْجَنَّةَ، قَالَ: لَئِنْ كُنْتَ أَقَصَرْتَ الْخُطْبَةَ لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ، أَعْتِقِ النَّسَمَةَ، وَفُكَّ الرَّقَبَةَ قَالَ: أَوَ لَيْسَتَا وَاحِدًا؟ قَالَ: لاَ، عِتْقُ النَّسَمَةِ أَنْ تَعْتِقَ النَّسَمَةَ، وَفَكُّ الرَّقَبَةِ أَنْ تُعِينَ عَلَى الرَّقَبَةِ، وَالْمَنِيحَةُ الرَّغُوبُ، وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنِ الْمُنْكَرِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَكُفَّ لِسَانَكَ إِلاَّ مِنْ خَيْرٍ.
তাহকীক: