আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৪
১৮- বিধর্মী মাতার কাছে ইসলাম গ্রহণের আহ্বান
৩৪। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, আমার পরিচিত এমন কোন ইয়াহূদী বা খৃস্টানও নাই—যে আমাকে ভাল না বাসে। আমি কামনা করিতাম যে, আমার মা যেন ইসলাম গ্রহণ করেন, কিন্তু তিনি তাহাতে সম্মত হইতেন না। একদা আমি তাহাকে ইসলাম গ্রহণের আবেদন করিলাম, কিন্তু তিনি তাহাতে স্বীকৃত হইলেন না। তখন আমি নবী করীম (ﷺ)-এর খেদমত উপস্থিত হইলাম এবং তাঁহার জন্য দু'আ করিতে বলিলাম। তারপর আবার তাঁহার সমীপে গেলাম। তখন তিনি দরজা বন্ধ অবস্থায়
ঘরে ছিলেন। তখন তিনি বলিলেন ঃ আবু হুরায়রা ! আমি ইসলাম গ্রহণ করিয়াছি। আমি তাহা নবী করীম (ﷺ)-কে অবগত করিলাম এবং বলিলাম যে, আমার জন্য এবং আমার মায়ের জন্য দু'আ করুন! তখন তিনি বলিলেন ঃ প্রভু! তােমার বান্দা আবু হুরায়রা এবং তাহার মাতা--তাহাদের উভয়কেই
সর্বজনপ্রিয় করিয়া দাও!
بَابُ عَرْضِ الإِسْلاَمِ عَلَى الأُمِّ النَّصْرَانِيَّةِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ‏:‏ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ قَالَ‏:‏ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ‏:‏ مَا سَمِعَ بِي أَحَدٌ، يَهُودِيٌّ وَلاَ نَصْرَانِيٌّ، إِلاَّ أَحَبَّنِي، إِنَّ أُمِّي كُنْتُ أُرِيدُهَا عَلَى الإِسْلاَمِ فَتَأْبَى، فَقُلْتُ لَهَا، فَأَبَتْ، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ‏:‏ ادْعُ اللَّهَ لَهَا، فَدَعَا، فَأَتَيْتُهَا، وَقَدْ أَجَافَتْ عَلَيْهَا الْبَابَ، فَقَالَتْ‏:‏ يَا أَبَا هُرَيْرَةَ، إِنِّي أَسْلَمْتُ، فَأَخْبَرْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ‏:‏ ادْعُ اللَّهَ لِي وَلِأُمِّي، فَقَالَ‏:‏ اللَّهُمَّ، عَبْدُكَ أَبُو هُرَيْرَةَ وَأُمُّهُ، أَحِبَّهُمَا إِلَى النَّاسِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান