আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮
৯- পাপকার্য ছাড়া অন্য সকল ব্যাপারে পিতা-মাতার অনুগত্য।
১৮। হযরত আবু দারদা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নয়টি ব্যাপারে অসিয়ত করিয়াছেন। তাহা হইল ঃ
(১) আল্লাহর সহিত অপর কাহাকেও শরীক সাব্যস্ত করিও না-যদিও বা তােমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় অথবা জ্বালিয়ে ফেলা হয়, (২) কখনাে ইচ্ছাকৃতভাবে ফরয নামায তরক করিবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরয নামায তরক করিবে, তাহার সম্পর্কে আমার কোন দায়িত্বই আর অবশিষ্ট রহিল না, (৩) কখনাে মদ্যপান করিবে না; কেননা, উহা হইতেছে সকল অনিষ্টের চাবিকাঠি, (৪) তােমার পিতামাতার আনুগত্য করিবে। তাঁহারা যদি তােমাকে দুনিয়া ছাড়িতেও আদেশ করেন, তবে তাহাও করিবে (তবুও তাঁহাদের আদেশ অমান্য করিবে না), (৫) শাসকদের সহিত বাদ-বিসম্বাদে প্রবৃত্ত হইও না, যদিও দেখ যে তুমিই তুমি, (৬) যুদ্ধক্ষেত্র হইতে কখনও পলায়ন করিবে না-যদিও বা তুমি ধ্বংসে নিঃপতিত হও অথচ তােমার সঙ্গীরা পলায়ন করে, (৭) তােমার সামর্থ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করিবে, (৮) তােমার পরিবারের উপর লাঠি উঠাইবে না এবং (৯) আল্লাহর ভয় তাহা প্রদর্শন করিবে (অর্থাৎ তাহাদিগকে আল্লাহ ভীতির উপদেশ প্রদান করিবে)।
بَابُ يَبَرُّ وَالِدَيْهِ مَا لَمْ يَكُنْ مَعْصِيَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الْخَطَّابِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي بَكْرَةَ الْبَصْرِيُّ لَقِيتُهُ بِالرَّمْلَةِ قَالَ‏:‏ حَدَّثَنِي رَاشِدٌ أَبُو مُحَمَّدٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ‏:‏ أَوْصَانِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِتِسْعٍ‏:‏ لاَ تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا ؛ وَإِنْ قُطِّعْتَ أَوْ حُرِّقْتَ، وَلاَ تَتْرُكَنَّ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ مُتَعَمِّدًا، وَمَنْ تَرَكَهَا مُتَعَمِّدًا بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ، وَلاَ تَشْرَبَنَّ الْخَمْرَ، فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ، وَأَطِعْ وَالِدَيْكَ، وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ دُنْيَاكَ فَاخْرُجْ لَهُمَا، وَلاَ تُنَازِعَنَّ وُلاَةَ الأَمْرِ وَإِنْ رَأَيْتَ أَنَّكَ أَنْتَ، وَلاَ تَفْرُرْ مِنَ الزَّحْفِ، وَإِنْ هَلَكْتَ وَفَرَّ أَصْحَابُكَ، وَأَنْفِقْ مِنْ طَوْلِكَ عَلَى أَهْلِكَ، وَلاَ تَرْفَعْ عَصَاكَ عَنْ أَهْلِكَ، وَأَخِفْهُمْ فِي اللهِ عَزَّ وَجَلَّ‏.‏
হাদীস নং:১৯
৯- পাপকার্য ছাড়া অন্য সকল ব্যাপারে পিতা-মাতার অনুগত্য।
১৯। হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইয়া আর করিল ঃ ইয়া রাসূলাল্লাহ্। আমি হিজরতের জন্য আপনার নিকট বায়'আত (অঙ্গীকারবদ্ধ) হইতে আসিয়াছি, অথচ আসাকালে আমার পিতামাতাকে ক্রন্দনরত রাখিয়া আসিয়াছি। রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেন ঃ তুমি তাহাদের কাছে ফিরিয়া যাও এবং যেভাবে তাঁহাদিগকে কাঁদাইয়াছ, সেভাবে তাঁহাদের মুখে হাসি ফুটাইয়া দাও।
بَابُ يَبَرُّ وَالِدَيْهِ مَا لَمْ يَكُنْ مَعْصِيَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ‏:‏ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ جِئْتُ أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ، وَتَرَكْتُ أَبَوَيَّ يَبْكِيَانِ‏؟‏ قَالَ‏:‏ ارْجِعْ إِلَيْهِمَا فَأَضْحِكْهُمَا كَمَا أَبْكَيْتَهُمَا
হাদীস নং:২০
৯- পাপকার্য ছাড়া অন্য সকল ব্যাপারে পিতা-মাতার অনুগত্য।
২০। হযরত আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি জিহাদ-যাত্রার উদ্দেশ্যে নবী করীমের খেদমতে উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁহাকে জিজ্ঞাসা করিলেন ঃ তােমার পিতামাতা কি জীবিত আছেন? তিনি বলিলেন ঃ জ্বী, হ্যাঁ। ফরমাইলেন ঃ যাও, তাঁহাদের (সেবা-যত্নের) জিহাদে গিয়া প্রবৃত্ত হও।
بَابُ يَبَرُّ وَالِدَيْهِ مَا لَمْ يَكُنْ مَعْصِيَةً
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ قَالَ‏:‏ سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ الأَعْمَى، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ‏:‏ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُرِيدُ الْجِهَادَ، فَقَالَ‏:‏ أَحَيٌّ وَالِدَاكَ‏؟‏ فَقَالَ‏:‏ نَعَمْ، فَقَالَ‏:‏ فَفِيهِمَا فَجَاهِدْ