আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩
৬- পিতা-মাতার প্রতিদান।
১৩। হযরত আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) বর্ণনা করেন, হিজরতের উদ্দেশ্যে বায়'আত হওয়ার জন্য এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলেন, অথচ ঘরে তাহার পিতামাতা তখন ক্রন্দরত ছিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেন ঃ তুমি তােমার পিতামাতার নিকট ফিরিয়া যাও এবং তাঁহাদিগকে যেমন কাঁদাইয়াছ, তেমনি তাঁহাদের মুখে হাসি ফুটাইয়া দাও !
بَابُ جَزَاءِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ‏:‏ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُبَايِعُهُ عَلَى الْهِجْرَةِ، وَتَرَكَ أَبَوَيْهِ يَبْكِيَانِ، فَقَالَ‏:‏ ارْجِعْ إِلَيْهِمَا، وَأَضْحِكْهُمَا كَمَا أَبْكَيْتَهُمَا‏.‏
হাদীস নং:১৪
৬- পিতা-মাতার প্রতিদান।
১৪। আবু হাযিম বর্ণনা করেন, উম্মে হানী বিনতে আবু তালিবের আযাদকৃত গােলাম আবু মুররা তাহাকে বলিয়াছেন যে, একদা তিনি আকীকে অবস্থিত তাহার জমিতে উপনীত হইলেন, তখন উচ্চস্বরে বলিয়া উঠিলেন ঃ আলাইকিস্ সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকুতুহু ইয়া উম্মাতাহ। প্রত্যুত্তরে তাহার মাতা বলিলেন ঃ ওয়া আলাইকাস্ সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আবু হুরায়রা (রাযিঃ) বলিলেনঃ রাহিমাকেল্লাহি কামা রাব্বায়তিনী সাগীরা। প্রত্যুত্তরে তাহার মাতা বলিলেন ঃ ইয়া বুনাইয়্যা ওয়া আন্তা জাযাকাল্লাহু খায়রান ওয়া রাযিয়া আকা কামা বারারতানী কাবীরা- “আল্লাহ্ তােমাকে উত্তম
প্রতিদান দিন বৎস এবং তােমার প্রতি তিনি সন্তুষ্ট হউন যেভাবে আমার বার্ধক্যে তুমি আমার প্রতি উত্তম ব্যাবহার করিয়াছ। "

আবু হাযিমের কাছে এ হাদীসখানা বর্ণনাকারী রাবী মুসা বলেন ঃ আবু হুরায়রার আসল নাম ছিল আব্দুল্লাহ্ ইবন আমর।
بَابُ جَزَاءِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شَيْبَةَ قَالَ‏:‏ أَخْبَرَنِي ابْنُ أَبِي الْفُدَيْكِ قَالَ‏:‏ حَدَّثَنِي مُوسَى، عَنْ أَبِي حَازِمٍ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئِ ابْنَةِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ، أَنَّهُ رَكِبَ مَعَ أَبِي هُرَيْرَةَ إِلَى أَرْضِهِ بِالْعَقِيقِ فَإِذَا دَخَلَ أَرْضَهُ صَاحَ بِأَعْلَى صَوْتِهِ‏:‏ عَلَيْكِ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ يَا أُمَّتَاهُ، تَقُولُ‏:‏ وَعَلَيْكَ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، يَقُولُ‏:‏ رَحِمَكِ اللَّهُ رَبَّيْتِنِي صَغِيرًا، فَتَقُولُ‏:‏ يَا بُنَيَّ، وَأَنْتَ فَجَزَاكَ اللَّهُ خَيْرًا وَرَضِيَ عَنْكَ كَمَا بَرَرْتَنِي كَبِيرًا



قَالَ مُوسَى‏:‏ كَانَ اسْمُ أَبِي هُرَيْرَةَ‏:‏ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান