আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৮৬
ঘী-এর মধ্যে ইঁদুর পতিত হলে।
৯৮৬। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। ঘী-র মধ্যে ইঁদুর পড়ে মারা গেলে নবী ﷺ -এর কাছে তার বিধান জিজ্ঞেস করা হলো। তিনি বলেনঃ “ইঁদুর এবং এর চারপাশের ঘী তুলে ফেলে দাও।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। ঘী যদি জমাটবদ্ধ থাকে তবে ইঁদুর ও এর চারপাশের ঘী তুলে ফেলে দিতে হবে এবং অবশিষ্ট ঘী খাওয়া যাবে। কিন্তু তা যদি তরল হয় তবে তা খাওয়া যাবে না। তা বাতি জ্বালানোর কাজে ব্যবহার করা যেতে পারে । ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদ সাধারণের এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। ঘী যদি জমাটবদ্ধ থাকে তবে ইঁদুর ও এর চারপাশের ঘী তুলে ফেলে দিতে হবে এবং অবশিষ্ট ঘী খাওয়া যাবে। কিন্তু তা যদি তরল হয় তবে তা খাওয়া যাবে না। তা বাতি জ্বালানোর কাজে ব্যবহার করা যেতে পারে । ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদ সাধারণের এই মত।
بَابُ: الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ فَأْرَةٍ وَقَعَتْ فِي سَمْنٍ، فَمَاتَتْ؟ قَالَ: خُذُوهَا وَمَا حَوْلَهَا مِنَ السَّمْنِ فَاطْرَحُوهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِذَا كَانَ السَّمْنُ جَامِدًا أُخِذَتِ الْفَأْرَةُ وَمَا حَوْلَهَا مِنَ السَّمْنِ فَرُمِيَ بِهِ، وَأُكِلَ مَا سِوَى ذَلِكَ، وَإِنْ كَانَ ذَائِبًا لا يُؤْكَلُ مِنْهُ شَيْءٌ، وَاسْتُصْبِحَ بِهِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِذَا كَانَ السَّمْنُ جَامِدًا أُخِذَتِ الْفَأْرَةُ وَمَا حَوْلَهَا مِنَ السَّمْنِ فَرُمِيَ بِهِ، وَأُكِلَ مَا سِوَى ذَلِكَ، وَإِنْ كَانَ ذَائِبًا لا يُؤْكَلُ مِنْهُ شَيْءٌ، وَاسْتُصْبِحَ بِهِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

তাহকীক:
তাহকীক চলমান