আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৪৪
মহিলাদের সাথে করমর্দন (মুসাফাহা) করা নিষেধ।
৯৪৪ । উমাইমা বিনতে রুকাইকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একদল মহিলা রাসূলুল্লাহ ﷺ -এর কাছে বাইআত হওয়ার জন্য আসলাম। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা আপনার কাছে এই কথার উপর বাইআত হচ্ছি যে, আমরা আল্লাহর সাথে কোন কিছু শরীক করবো না, চুরি করবো না, যেনা করবো না, নিজেদের সন্তানদের হত্যা করবো না, কারো উপর যেনার অপবাদ আরোপ করবো না এবং ভালো কাজে আপনার বিরোধিতা করবো না । রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “যতোদূর তোমাদের শক্তি এবং সাধ্যে কুলায়।” আমরা বললাম, আল্লাহ এবং তাঁর রাসূল আমাদের উপর আমাদের নিজেদের তুলনায় অধিক দয়াপরবশ। হে আল্লাহর রাসূল! আপনার হাত বাড়িয়ে দিন, আমরা আপনার কাছে বাইআত হই তিনি বলেনঃ “আমি কখনো মহিলাদের সাথে মুসাফাহা করি না। এক শত মহিলার কাছে আমার কথা একজন মহিলাকে বলা কথার অনুরূপ”।**
بَابُ: مَا يُكْرَهُ مِنْ مُصَافَحَةِ النِّسَاءِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ، أَنَّهَا قَالَتْ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ تُبَايِعُهُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، نُبَايِعُكَ عَلَى أَنْ لا نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا، وَلا نَسْرِقَ، وَلا نَزْنِيَ، وَلا نَقْتُلَ أَوْلادَنَا، وَلا نَأْتِيَ بِبُهْتانٍ نَفْتَرِيهِ بَيْنَ أَيْدِينَا، وَأَرْجُلِنَا، وَلا نَعْصِيَكَ فِي مَعْرُوفٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِيمَا اسْتَطَعْتُنَّ، وَأَطَقْتُنَّ» ، قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَرْحَمُ بِنَا مِنَّا بِأَنْفُسِنَا، هَلُمَّ نُبَايِعْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنِّي لا أُصَافِحُ النِّسَاءَ، إِنَّمَا قُولِي لِمِائَةِ امْرَأَةٍ كَقَوْلِي لامْرَأَةٍ وَاحِدَةٍ، أَوْ مِثْلَ قَوْلِي لامْرَأَةٍ وَاحِدَةٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান