আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৪৩
পানপাত্রে নিঃশ্বাস ফেলা নিষেধ।
৯৪৩। আবুল মুছান্না আল-জুহানী (রাহঃ) বলেন, আমি মারওয়ান ইবনুল হাকামের কাছে উপস্থিত ছিলাম । তখন আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) তার কাছে এলেন। মারওয়ান বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে পানপাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতে নিষেধ করতে শুনেছি। আবু সাঈদ (রাযিঃ) বলেন, হ্যাঁ। এক ব্যক্তি তাঁকে বললো, হে আল্লাহর রাসূল! আমি এক নিঃশ্বাসে পানি পান করে তৃপ্ত হতে পারি না। তিনি বলেনঃ “তোমার মুখ থেকে পানপাত্র সরিয়ে নাও, অতঃপর নিঃশ্বাস গ্রহণ করো।” সে বললো, আমি পানির মধ্যে খড়কুটা বা ময়লা দেখতে পাই। তিনি বলেনঃ “পানি ফেলে দাও”।
بَابُ: النَّفْخِ فِي الشُّرْبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ حَبِيبٍ مَوْلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِي الْمُثَنَّى الْجُهَنِيِّ، قَالَ: كُنْتُ عِنْدَ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، فَدَخَلَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ عَلَى مَرْوَانَ، فَقَالَ لَهُ مَرْوَانُ: أَسَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ «نَهَى عَنِ النَّفْخِ فِي الشَّرَابِ» ؟ قَالَ: نَعَمْ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لا أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ، قَالَ: " فَأَبِنِ الْقَدَحَ عَنْ فِيكَ، ثُمَّ تَنَفَّسْ، قَالَ: فَإِنِّي أَرَى الْقَذَاةَ فِيهِ، قَالَ: فَأَهْرِقْهَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা