আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৩৬
জীবে দয়া।
৯৩৬। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ একদা এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল। সে পিপাসার্ত হলো এবং একটি কূপ দেখতে পেয়ে তার মধ্যে নামলো। অতঃপর পানি পান করে উপরে উঠে এসে দেখতে পেলো যে, একটি কুকুর পিপাসার্ত হয়ে কাদামাটি চাটছে। সেবললো, আমার যেরূপ পিপাসা লেগেছিলো, কুকুরটিও অনুরূপ পিপাসার্ত হয়ে পড়েছে। সে পুনরায় কূপের মধ্যে নেমে নিজ পায়ের মোজায় পানি ভর্তি করে তা মুখ দিয়ে কামড়ে ধরে উপরে উঠে এলো, অতঃপর কুকুরকে পানি পান করালো । আল্লাহ তার এই কাজের মর্যাদা দিলেন এবং তার গুনাহ মাফ করে দিলেন। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল! পশুর প্রতি যত্ন নিলেও কি আমরা সওয়াবের অধিকারী হবো? তিনি বলেনঃ যে কোন জীবন্ত প্রাণীর সেবায় অবশ্যই সওয়াব রয়েছে।**
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا سُمَيٌّ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، فَاشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا، فَنَزَلَ فِيهَا، فَشَرِبَ، ثُمَّ خَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي بَلَغَ بِي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَ الْخُفَّ بِفِيهِ حَتَّى رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لأَجْرًا؟ قَالَ: فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ

তাহকীক:
তাহকীক চলমান
