আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৩৩
ভালো কথা এবং দান-খয়রাতের ফযীলাত ।
৯৩৩। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি এক গ্রাস বা দুই গ্রাস খাবারের জন্য অথবা একটি বা দু'টি খেজুরের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় প্রকৃতপক্ষে সে মিসকীন নয় । সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল! তাহলে মিসকীন কে? তিনি বলেনঃ মিসকীন সেই ব্যক্তি যার কাছে প্রয়োজন পরিমাণ সম্পদ নেই, না তাকে চিনতে পেরে কেউ সাহায্য করতে পারে, আর না সে পথে দাঁড়িয়ে লোকজনের কাছে ভিক্ষা চায়।”**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এই ধরনের ব্যক্তিই সাহায্য ও দান-খয়রাত পাওয়ার ব্যাপারে অধিক অগ্রগণ্য । এদের কাউকে যাকাত দিলে তা জায়েয (যথেষ্ট) হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদ সাধারণের এই মত।
بَابُ: فَضْلِ الْمَعْرُوفِ، وَالصَّدَقَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَيْسَ الْمِسْكِينُ بِالطَّوَّافِ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ، تَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ، وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ، قَالُوا: فَمَا الْمِسْكِينُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: الَّذِي مَا عِنْدَهُ مَا يُغْنِيهِ، وَلا يُفْطَنُ لَهُ فَيُتَصَدَّقُ عَلَيْهِ، وَلا يَقُومُ فَيَسْأَلُ النَّاسَ ".
قَالَ مُحَمَّدٌ: هَذَا أَحَقُّ بِالْعَطِيَّةِ، وَأَيُّهُمَا أَعْطَيْتَهُ زَكَاتَكَ أَجْزَاكَ ذَلِكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৯৩৪
ভালো কথা এবং দান-খয়রাতের ফযীলাত ।
৯৩৪। মুআয ইবনে আমর ইবনে সাঈদ (রাহঃ) থেকে তার দাদীর (হাওয়া বিনতে ইয়াযীদ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ হে ঈমানদার মহিলাগণ! তোমাদের কেউ যেন নিজ প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে। তা ছাগলের রান্না করা একটি পায়ের ক্ষুর উপঢৌকন পাঠালেও নয়।**
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ مُعَاذِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ مُعَاذٍ، عَنْ جَدَّتِهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا نِسَاءَ الْمُؤْمِنَاتِ، لا تَحْقِرَنَّ إِحْدَاكُنَّ لِجَارَتِهَا وَلَوْ كُرَاعَ شَاةٍ مُحْرَقًا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৩৫
ভালো কথা এবং দান-খয়রাতের ফযীলাত ।
৯৩৫ । আবু বুজাইদ আল-আনসারী (রাহঃ) থেকে তার দাদীর সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ মিসকীনদের দান করো তা ছাগলের পোড়া ক্ষুর হলেও (অর্থাৎ রিক্তহস্তে ফিরিয়ে দিও না, সামান্য হলেও কিছু দান করো)।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِي بُجَيْدٍ الأَنْصَارِيِّ، ثُمَّ الْحَارِثِيِّ، عَنْ جَدَّتِهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رُدُّوا الْمِسْكِينَ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান