আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৫০
যে ব্যক্তির কাছে ঘটনার সাক্ষ্য আছে।
৮৫০। যায়েদ ইবনে খালিদ আল-জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “আমি কি তোমাদের সর্বোত্তম সাক্ষী সম্পর্কে অবহিত করবো না? যে ব্যক্তি স্বেচ্ছায় প্রকৃত ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেয় অথবা অবহিত করে, সেই উত্তম সাক্ষী ৷”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। কোন ব্যক্তি কোন মোকদ্দমার ঘটনা সম্পর্কে সম্যক অবহিত আছে। কিন্তু বাদী বা বিবাদী কারুরই তার সম্পর্কে জানা নেই। এ অবস্থায় তাকে সাক্ষ্য দেয়ার জন্য না ডাকা হলেও স্বেচ্ছায় গিয়ে তার প্রকৃত ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেয়া উচিৎ।
بَابُ: الرَّجُلِ يَكُونُ عِنْدَهُ الشَّهَادَةُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيَّ أَخْبَرَهُ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَيْنِيَّ أَخْبَرَهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلا أُخْبِرُكُمْ بِخَيْرِ الشُّهَدَاءِ؟ الَّذِي يَأْتِي بِالشَّهَادَةِ، أَوْ يُخْبِرُ بِالشَّهَادَةِ قَبْلَ أَنْ يُسْأَلَهَا» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ كَانَتْ عِنْدَهُ شَهَادَةٌ لإِنْسَانٍ لا يَعْلَمُ ذَلِكَ الإِنْسَانُ بِهَا، فَلْيُخْبِرْهُ بِشَهَادَتِهِ، وإِنْ لَمْ يَسْأَلْهَا إِيَّاهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান