আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭৯৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
তিন দিন এবং এক বছরের শর্ত আরোপ করা (পণ্য ফেরত দেয়ার জন্য)।
৭৯৮। আব্দুল্লাহ ইবনে আবু বাকর (রাযিঃ) বলেন, আমি আবান ইবনে উছমান ও হিশাম ইবনে ইসমাঈলকে লোকদের তিন দিন এবং এক বছরের চুক্তি করার শিক্ষা দিতে শুনেছি। এ সম্পর্কে তারা মিম্বরের উপরও ভাষণ দিতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা তিন দিন এবং এক বছরের চুক্তি সম্পর্কে কিছু জানি না। তবে কোন ব্যক্তি এক বছর অথবা তিন দিনের শর্ত করলে তদনুযায়ী ক্রয়-বিক্রয় অনুষ্ঠিত হবে। কিন্তু ইমাম আবু হানীফা (রাহঃ)-র মত অনুযায়ী তিন দিনের অতিরিক্ত সময়েল জন্য পণ্য ফেরত দেয়ার অবকাশ রাখা জায়েয নয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা তিন দিন এবং এক বছরের চুক্তি সম্পর্কে কিছু জানি না। তবে কোন ব্যক্তি এক বছর অথবা তিন দিনের শর্ত করলে তদনুযায়ী ক্রয়-বিক্রয় অনুষ্ঠিত হবে। কিন্তু ইমাম আবু হানীফা (রাহঃ)-র মত অনুযায়ী তিন দিনের অতিরিক্ত সময়েল জন্য পণ্য ফেরত দেয়ার অবকাশ রাখা জায়েয নয়।
كتاب البيوع في التجارات والسلم
بَابُ: عُهْدَةِ الثَّلاثِ، وَالسَّنَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: سَمِعْتُ أَبَانَ بْنَ عُثْمَانَ، وَهِشَامَ بْنَ إِسْمَاعِيلَ، يُعَلِّمَانِ النَّاسَ عُهْدَةَ الثَّلاثِ وَالسَّنَةِ، يَخْطُبَانِ بِهِ عَلَى الْمِنْبَرِ.
قَالَ مُحَمَّدٌ: لَسْنَا نَعْرِفُ عُهْدَةَ الثَّلاثِ، وَلا عُهْدَةَ السَّنَةِ إِلا أَنْ يَشْتَرِطَ الرَّجُلُ خِيَارَ ثَلاثَةِ أَيَّامٍ، أَوْ خِيَارَ سَنَةٍ فَيَكُونُ ذَلِكَ عَلَى مَا اشْتَرَطَ، وَأَمَّا فِي قَوْلِ أَبِي حَنِيفَةَ فَلا يَجُوزُ الْخِيَارُ إِلا ثَلاثَةَ أَيَّامٍ
قَالَ مُحَمَّدٌ: لَسْنَا نَعْرِفُ عُهْدَةَ الثَّلاثِ، وَلا عُهْدَةَ السَّنَةِ إِلا أَنْ يَشْتَرِطَ الرَّجُلُ خِيَارَ ثَلاثَةِ أَيَّامٍ، أَوْ خِيَارَ سَنَةٍ فَيَكُونُ ذَلِكَ عَلَى مَا اشْتَرَطَ، وَأَمَّا فِي قَوْلِ أَبِي حَنِيفَةَ فَلا يَجُوزُ الْخِيَارُ إِلا ثَلاثَةَ أَيَّامٍ
তাহকীক: