আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭০৬
ক্রীতদাস যেনা করলে বা শরাব পান করলে তার শাস্তি।
৭০৬। আব্দুল্লাহ ইবনে আইয়াশ ইবনে আবু রাবীআ আল-মাখযূমী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) আমাকে এবং কয়েকটি যুবককে হদ্দ কার্যকর করার নির্দেশ দিলেন। অতএব গনীমাতের খাতে প্রাপ্ত যেসব বাঁদী যেনায় লিপ্ত হয়, আমরা তাদের প্রত্যেককে পঞ্চাশটি করে চাবুক মারি।
بَابُ: حَدِّ الْمَمَالِيكِ فِي الزِّنَا وَالسُّكْرِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنَ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيِّ، قَالَ: «أَمَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي فِتْيَةٍ مِنْ قُرَيْشٍ، فَجَلَدْنَا وَلائِدَ مِنْ وَلائِدِ الإِمَارَةِ خَمْسِينَ خَمْسِينَ فِي الزِّنَاءِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭০৭
ক্রীতদাস যেনা করলে বা শরাব পান করলে তার শাস্তি।
৭০৭। আবু হুরায়রা (রাযিঃ) ও যায়েদ ইবনে খালিদ আল-জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ -কে অবিবাহিতা বাঁদী যেনায় লিপ্ত হলে তার বিধান সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেনঃ “সে যেনায় লিপ্ত হলে তকে চাবুক মারো, পুনরায় যেনায় লিপ্ত হলে তাকে চাবুক মারো, পুনরায় যেনায় লিপ্ত হলে তাকে চাবুক মারো। এরপর তাকে একটি দড়ির বিনিময়ে হলেও বিক্রি করে দাও”। ইবনে শিহাব (রাহঃ) বলেন, তৃতীয়বার যেনায় লিপ্ত হওয়ার পর না চতুর্থবার যেনায় লিপ্ত হওয়ার পর বিক্রি করার কথা বলা হয়েছে তা আমি জানি না। 'দাফীর' শব্দের অর্থ রশি বা দড়ি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। যেনার শাস্তি স্বরূপ গোলাম ও বাঁদীদের পঞ্চাশ ঘা চাবুক মারতে হবে অর্থাৎ আযাদ মহিলাদের শাস্তির অর্ধেক। যেনার মিথ্যা অপবাদ আরোপ এবং শরাব অথবা নেশা উদ্রেককারী জিনিস পান করার ক্ষেত্রেও এই একই হুকুম (স্বাধীনদের শাস্তির অর্ধেক)। ইমাম আবু হানীফা এবং অধিকাংশ হানাফী ফিকহবিদের এটাই সাধারণ মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الأَمَةِ إِذَا زَنَتْ، وَلَمْ تُحْصَنْ؟ فَقَالَ: «إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ» .
قَالَ ابْنُ شِهَابٍ: لا أَدْرِي أَبَعْدَ الثَّالِثَةِ، أَوِ الرَّابِعَةِ.
وَالضَّفِيرُ: الْحَبْلُ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، يُجْلَدُ الْمَمْلُوكُ وَالْمَمْلُوكَةُ فِي حَدِّ الزِّنَا نِصْفَ حَدِّ الْحُرَّةِ خَمْسِينَ جَلْدَةً، وَكَذَلِكَ الْقَذْفُ وَشُرْبُ الْخَمْرِ وَالسُّكْرِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৭০৮
ক্রীতদাস যেনা করলে বা শরাব পান করলে তার শাস্তি।
৭০৮। আবুয যিনাদ (রাহঃ) থেকে বর্ণিত। হযরত উমার ইবনে আব্দুল আযীয (রাহঃ) যেনার মিথ্যা অপবাদ আরোপ করার অপরাধে একটি ক্রীতদাসকে আশি ঘা চাবুক মারেন। আবুয যিনাদ (রাহঃ) বলেন, আমি এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রবীআকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি উছমান ইবনে আফ্ফান (রাযিঃ) এবং অপরাপর খলীফার যুগ পেয়েছি। কিন্তু আমি তাদের কাউকে যেনার অপবাদ আরোপ করার অপরাধে ক্রীতদাসকে চল্লিশ ঘার অধিক চাবুক মারতে দেখিনি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি যে, যেনার অপবাদ আরোপ করার ক্ষেত্রেও ক্রীতদাসকে চল্লিশ ঘা চাবুক মারতে হবে। এটা আযাদ লোকের শাস্তির অর্ধেক। ইমাম আবু হানীফা এবং হানাফী ফিকহবিদদের এটাই সাধারণ মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، أَنَّهُ جَلَدَ عَبْدًا فِي فِرْيَةٍ ثَمَانِينَ.
قَالَ أَبُو الزِّنَادِ: فَسَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، فَقَالَ: أَدْرَكْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَالْخُلَفَاءَ هَلُمَّ جَرًّا، فَمَا رَأَيْتُ أَحَدًا ضَرَبَ عَبْدًا فِي فِرْيَةٍ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يُضْرَبُ الْعَبْدُ فِي الْفِرْيَةِ إِلا أَرْبَعِينَ جَلْدَةً نِصْفَ حَدِّ الْحُرِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭০৯
ক্রীতদাস যেনা করলে বা শরাব পান করলে তার শাস্তি।
৭০৯। ইমাম মালেক (রাহঃ) বলেন, ইবনে শিহাব (রাহঃ)-কে ক্রীতদাসের শরাব পান করার অপরাধের শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি যতোদূর জানতে পেরেছি, তার শাস্তি আযাদ ব্যক্তির শাস্তির অর্ধেক। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ), উছমান ইবনে আফফান (রাযিঃ), আলী ইবনে আবু তালিব (রাযিঃ) ও আব্দুল্লাহ ইবনে আমের (ইমাম মালেকের মুওয়াত্তায় আব্দুল্লাহ ইবনে উমার) নিজ নিজ ক্রীতদাসদের শরাব পানের অপরাধে আযাদ লোকের শান্তির অর্ধেক শাস্তি দিতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। শরাব এবং নেশা জাতীয় জিনিস পান করলে তার শাস্তি হচ্ছে আশি বেত্রাঘাত। কিন্তু ক্রীতদাসের ক্ষেত্রে এই শাস্তির পরিমাণ চল্লিশ বেত্রাঘাত। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং হানাফী ফিকহবিদদের এটাই সাধারণ মত।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، وَسُئِلَ عَنْ حَدِّ الْعَبْدِ فِي الْخَمْرِ؟ فَقَالَ: بَلَغَنَا أَنَّ عَلَيْهِ نِصْفَ حَدِّ الْحُرِّ، وَأَنَّ عَلِيًّا، وَعُمَرَ، وَعُثْمَانَ، وَابْنَ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ جَلَدُوا عَبِيدَهُمْ نِصْفَ حَدِّ الْحُرِّ فِي الْخَمْرِ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، الْحَدُّ فِي الْخَمْرِ وَالسُّكْرِ ثَمَانُونَ، وَحَدُّ الْعَبْدِ فِي ذَلِكَ أَرْبَعُونَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান