আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৬৫
দুই ঠোঁটের দিয়াত ।
৬৬৫ ৷ সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উভয় ঠোঁটের জন্য (প্রাণহত্যার) পূর্ণ দিয়াত। যদি কেবল নীচের ঠোঁট কেটে ফেলা হয়, তবে এর দিয়াত হবে (প্রাণহত্যার) পূর্ণ দিয়াতের এক-তৃতীয়াংশ পরিমাণ।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করিনি। উভয় ঠোঁটের গুরুত্ব ও উপকারিতা সমান । অতএব প্রতিটির জন্য (প্রাণহত্যার) পূর্ণ দিয়াতের অর্ধেক দিয়াত হবে। তুমি কি লক্ষ্য করোনি যে, কনিষ্ঠ আঙ্গুল এবং বুড়ো আঙ্গুলের দিয়াত একই সমান? অথচ এ দু'টি আঙ্গুলের গুরুত্ব ও উপকারিতা এক সমান নয়। ইবরাহীম নাখঈ, আবু হানীফা এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করিনি। উভয় ঠোঁটের গুরুত্ব ও উপকারিতা সমান । অতএব প্রতিটির জন্য (প্রাণহত্যার) পূর্ণ দিয়াতের অর্ধেক দিয়াত হবে। তুমি কি লক্ষ্য করোনি যে, কনিষ্ঠ আঙ্গুল এবং বুড়ো আঙ্গুলের দিয়াত একই সমান? অথচ এ দু'টি আঙ্গুলের গুরুত্ব ও উপকারিতা এক সমান নয়। ইবরাহীম নাখঈ, আবু হানীফা এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
بَابُ: الدِّيَةِ فِي الشَّفَتَيْنِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ قَالَ: فِي الشَّفَتَيْنِ الدِّيَةُ، فَإِذَا قُطِعَتِ السُّفْلَى، فَفِيهَا ثُلُثُ الدِّيَةِ.
قَالَ مُحَمَّدٌ: وَلَسْنَا نَأْخُذُ بِهَذَا، الشَّفَتَانِ سَوَاءٌ، فِي كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا نِصْفُ الدِّيَةِ، أَلا تَرَى أَنَّ الْخِنْصَرَ وَالإِبْهَامَ سَوَاءٌ، وَمَنْفَعَتُهُمَا مُخْتَلِفَةٌ.
وَهَذَا قَوْلُ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، وَأبي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
قَالَ مُحَمَّدٌ: وَلَسْنَا نَأْخُذُ بِهَذَا، الشَّفَتَانِ سَوَاءٌ، فِي كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا نِصْفُ الدِّيَةِ، أَلا تَرَى أَنَّ الْخِنْصَرَ وَالإِبْهَامَ سَوَاءٌ، وَمَنْفَعَتُهُمَا مُخْتَلِفَةٌ.
وَهَذَا قَوْلُ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، وَأبي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

তাহকীক:
তাহকীক চলমান