আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৫৪
টিড্ডি (বড়ো জাতের ফড়িং) খাওয়া সম্পর্কে।
৬৫৪। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে টিড্ডি খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি এটা পছন্দ করি যে, আমার কাছে টিড্ডি ভর্তি একটি থলে থাকলে আমি তা থেকে খেতাম।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। টিড্ডি যবেহ করার প্রয়োজন নেই। তাই তা খেতে কোন দোষ নেই। তা জীবন্ত ধরা যাক অথবা মৃত—উভয় অবস্থায় তা যবেহকৃত বলে গণ্য হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং অধিকাংশ ফিকহবিদের এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। টিড্ডি যবেহ করার প্রয়োজন নেই। তাই তা খেতে কোন দোষ নেই। তা জীবন্ত ধরা যাক অথবা মৃত—উভয় অবস্থায় তা যবেহকৃত বলে গণ্য হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং অধিকাংশ ফিকহবিদের এই মত ।
بَابُ: أَكْلِ الْجَرَادِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سُئِلَ عَنِ الْجَرَادِ؟ فَقَالَ: «وَدِدْتُ أَنَّ عِنْدِي قَفْعَةً مِنْ جَرَادٍ فَآكُلُ مِنْهُ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، فَجَرَادٌ ذُكِّيَ كُلُّهُ لا بَأْسَ بِأَكْلِهِ إِنْ أُخِذَ حَيًّا، أَوْ مَيِّتًا، وَهُوَ ذَكِيٌّ عَلَى كُلِّ حَالٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

তাহকীক:
তাহকীক চলমান