আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬৫১
যে মাছ পানির মধ্যে মারা যায়।
৬৫১। সাঈদ আল-জারী ইবনুল জার (রাহঃ) বলেন, আমি ইবনে উমার (রাযিঃ)-র কাছে এমন মাছ সম্পর্কে জিজ্ঞেস করলাম, যাকে অন্য মাছে হত্যা করেছে অথবা ঠাণ্ডার প্রকোপে মারা গেছে। তিনি বলেন, তা খেতে কোন দোষ নেই। রাবী বলেন, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) ও অনুরূপ কথা বলতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরাও এই মত গ্রহণ করেছি। গরম অথবা ঠাণ্ডার প্রকোপে যদি কোন মাছ মারা যায় অথবা অন্য মাছের আক্রমণে নিহত হয়, তবে তা খেতে কোন দোষ নেই। আর যে মাছ নিজে নিজে মারা যায়, অতঃপর ভেসে পানির উপরিভাগে আসে তা খাওয়া মাকরূহ। এ ছাড়া আর সব মাছ খাওয়া জায়েয।**
بَابُ: السَّمَكِ يَمُوتُ فِي الْمَاءِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ سَعِيدٍ الْجَارِيِّ بْنِ الْجَارِ، قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنِ الْحِيتَانِ يَقْتُلُ بَعْضُهَا بَعْضًا، وَيَمُوتُ صَرَدًا وَفِي أَصْلِ ابْنِ الصَّوَّافِ: وَيَمُوتُ بَرْدًا، قَالَ: «لَيْسَ بِهِ بَأْسٌ» ، قَالَ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ مِثْلَ ذَلِكَ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِذَا مَاتَتِ الْحِيتَانُ مِنْ حَرٍّ أَوْ بَرْدٍ أَوْ قَتْلِ بَعْضِهَا بَعْضًا، فَلا بَأْسَ بِأَكْلِهَا، فَأَمَّا إِذَا مَاتَتْ مِيتَةَ نَفْسِهَا فَطَفَتْ فَهَذَا يُكْرَهُ مِنَ السَّمَكِ، فَأَمَّا سِوَى ذَلِكَ، فَلا بَأْسَ بِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান