আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫৪৩
অভিভাবক ছাড়া বিবাহ অনুষ্ঠান।
৫৪৩। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেন, অভিভাবক অথবা বংশের প্রতিভাবান ব্যক্তি অথবা রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া কোন মহিলার বিবাহ অনুষ্ঠিত হওয়া ভালো কাজ নয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ অনুষ্ঠিত হতে পারে না। কোন স্ত্রীলোক ও তার অভিভাবকের মধ্যে মতভেদ দেখা দিলে রাষ্ট্রপ্রধান হবে তার অভিভাবক, যদি তার নিকটতম অভিভাবক না থাকে। ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন, যদি কোন স্ত্রীলোক সম-মর্যাদা সম্পন্ন (কুফু) ব্যক্তির নিকট বিবাহ বসে এবং মুহরও মুহরে মিসালের কম না করে থাকে, তবে বিবাহ জায়েয হবে। এর সমর্থনে দলীল হচ্ছে হযরত উমার (রাযিঃ)-র বক্তব্যঃ أَوْ ذِي الرَّأْيِ مِنْ أَهْلِهَا (অথবা তার বংশের প্রতিভাবান ব্যক্তি তার অভিভাবক)। অথচ সে অভিভাবক নয়। কিন্তু তিনি তার দেয়া বিবাহকে বৈধ সাব্যস্ত করেছেন। তার উদ্দেশ্য ছিলো, স্ত্রীলোকটি মুহরের পরিমাণ যেন মুহরে মিসালের চেয়ে কম না করে। সে তাই করলে বিবাহবন্ধন জায়েয হবে।**
بَابُ: النِّكَاحِ بِغَيْرِ وَلِيٍّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا رَجُلٌ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «لا يَصْلُحُ لامْرَأَةٍ أَنْ تُنْكَحَ إِلا بِإِذْنِ وَلِيِّهَا، أَوْ ذِي الرَّأْيِ مِنْ أَهْلِهَا، أَوِ السُّلْطَانِ» ، قَالَ مُحَمَّدٌ: لا نِكَاحَ إِلا بِوَلِيٍّ، فَإِنْ تَشَاجَرَتْ هِيَ وَالْوَلِيُّ فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لا وَلِيَّ لَهُ، فَأَمَّا أَبُو حَنِيفَةَ، فَقَالَ: إِذَا وَضَعَتْ نَفْسَهَا فِي كَفَاءَةٍ وَلَمْ تُقَصِّرْ فِي نَفْسِهَا فِي صَدَاقٍ، فَالنِّكَاحُ جَائِزٌ، وَمِنْ حُجَّتِهِ قَوْلُ عُمَرَ فِي هَذَا الْحَدِيثِ: أَوْ ذِي الرَّأْيِ مِنْ أَهْلِهَا، إِنَّهُ لَيْسَ بِوَلِيٍّ، وَقَدْ أَجَازَ نِكَاحَهُ لأَنَّهُ إِنَّمَا أَرَادَ أَنْ لا تُقَصِّرَ بِنَفْسِهَا فَإِذَا فَعَلَتْ هِيَ ذَلِكَ جَازَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান