আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫০০
- হজ্ব - উমরার অধ্যায়
মিনার রাতগুলোতে আকাবার পিছনে রাত যাপন করা মাকরূহ।
৫০০। নাফে (রাহঃ) বলেন, লোকেরা পরস্পর বলাবলি করলো, হযরত উমার (রাযিঃ) জামরায় আকাবার পিছন থেকে লোকদেরকে মিনায় প্রত্যাবর্তন করানোর জন্য চৌকিদার নিয়োগ করতেন।
كتاب الحج
بَابُ: الْبَيْتُوتَةِ وَرَاءَ عَقَبَةِ مِنًى وَمَا يُكْرَهُ مِنْ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، قَالَ: زَعَمُوا أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ «يَبْعَثُ رِجَالا يُدْخِلُونَ النَّاسَ مِنْ وَرَاءِ الْعَقَبَةِ إِلَى مِنًى»
তাহকীক:
হাদীস নং: ৫০১
- হজ্ব - উমরার অধ্যায়
মিনার রাতগুলোতে আকাবার পিছনে রাত যাপন করা মাকরূহ।
৫০১। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেছেন, কোন হাজী যেন মিনার রাতগুলো জামরায় আকাবার পিছনে না কাটায়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মতের উপর আমল করি। জামরায় আকাবার পিছনে কোন হাজীর জন্য মিনার রাতগুলো অতিবাহিত করা ঠিক নয়। কেননা জামরায় আকাবায় রাত কাটানো মাকরূহ এবং এজন্য কোনরূপ কাফ্ফারা দিতে হবে না। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মতের উপর আমল করি। জামরায় আকাবার পিছনে কোন হাজীর জন্য মিনার রাতগুলো অতিবাহিত করা ঠিক নয়। কেননা জামরায় আকাবায় রাত কাটানো মাকরূহ এবং এজন্য কোনরূপ কাফ্ফারা দিতে হবে না। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
كتاب الحج
قَالَ نَافِعٌ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ: «لا يَبِيتَنَّ أَحَدٌ مِنَ الْحَاجِّ لَيَالِي مِنًى وَرَاءَ الْعَقَبَةِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي لأَحَدٍ مِنَ الْحَاجِّ أَنْ يَبِيتَ إِلا بِمِنًى لَيَالِي الْحَجِّ فَإِنْ فَعَلَ فَهُوَ مَكْرُوهٌ، وَلا كَفَّارَةَ عَلَيْهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
তাহকীক: