আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৪৭
হজ্জের মাসে উমরা করে এবং হজ্জ না করে ফিরে আসা।
৪৪৭। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনে আবু সালামা আল-মাখযূমী (রাহঃ) উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র কাছে শাওয়াল মাসে উমরা করার অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিলেন। তিনি শাওয়াল মাসে উমরা করলেন এবং হজ্জ না করেই বাড়ী ফিরে এলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। তার উপর তামাত্তো হজ্জের কোরবানী ওয়াজিব নয়। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: الرَّجُلِ يَعْتَمِرُ فِي أَشْهُرِ الْحَجِّ ثُمَّ يَرْجِعُ إِلَى أَهْلِهِ مِنْ غَيْرِ أَنْ يَحُجَّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ الْمَخْزُومِيَّ اسْتَأْذَنَ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَنْ يَعْتَمِرَ فِي شَوَّالٍ، فَأَذِنَ لَهُ، فَاعْتَمَرَ فِي شَوَّالٍ ثُمَّ قَفَلَ إِلَى أَهْلِهِ وَلَمْ يَحُجَّ " قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَلا مُتْعَةَ عَلَيْهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৪৮
হজ্জের মাসে উমরা করে এবং হজ্জ না করে ফিরে আসা।
৪৪৮। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, যিলহজ্জ মাসে হজ্জের পর উমরা করার চেয়ে হজ্জের পূর্বে উমরা করা এবং কোরবানী করা আমার নিকট অধিক পছন্দনীয় ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এর সকল পদ্ধতিই উত্তম। এ ব্যাপারে যথেষ্ট সুযোগ রয়েছে। ইফরাদ হজ্জও করা যেতে পারে, তামাত্তু হজ্জও করা যেতে পারে এবং কিরান হজ্জও করা যেতে পারে। সাথে কোরবানীর পশু নিয়ে যাওয়া সর্বোত্তম।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ يَسَارٍ الْمَكِّيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «لَئِنْ أَعْتَمِرَ قَبْلَ الْحَجِّ، وَأُهْدِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَعْتَمِرَ فِي ذِي الْحِجَّةِ بَعْدَ الْحَجِّ» ، قَالَ مُحَمَّدٌ: كُلُّ هَذَا حَسَنٌ وَاسِعٌ إِنْ شَاءَ فَعَلَ وَإِنْ شَاءَ قَرَنَ وَأَهْدَى فَهُوَ أَفْضَلُ مِنْ ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৪৯
হজ্জের মাসে উমরা করে এবং হজ্জ না করে ফিরে আসা।
৪৪৯। হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী ﷺ মাত্র তিনবার উমরা করেছেনঃ শাওয়াল মাসে একবার এবং যিলকাদ মাসে দু'বার।**
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمْ يَعْتَمِرْ إِلا ثَلاثَ عُمَرٍ، إِحْدَاهُنَّ فِي شَوَّالٍ، وَاثْنَتَيْنِ فِي ذِي الْقِعْدَةِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান