আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৩৫
ইহরাম অবস্থায় নিজের শরীর চুলকানো।
৪৩৫। আলকামা (রাহঃ) থেকে তার মা মারজানার সূত্রে বর্ণিত। তিনি বলেন, মুহরিম ব্যক্তির শরীর চুলকানোর ব্যাপারে আমি আয়েশা (রাযিঃ)-র কাছে জিজ্ঞেস করতে শুনেছি। তিনি বলেছেন, হ্যাঁ, চুলকানো যেতে পারে এবং ভালোভাবে চুলকানো যেতে পারে। যদি আমার হস্তদ্বয় বেঁধে দেয়া হয় এবং পদদ্বয় খোলা রাখা হয়, তবে আমি প্রয়োজনবোধে অবশ্যই পায়ের সাহায্যে আমার শরীর চুলকাবো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: الْمُحْرِمِ يَحُكُّ جِلْدَهُ
أَخْبَرَنَا عَلْقَمَةُ بْنُ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ، قَالَتْ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا، تُسْأَلُ عَنِ الْمُحْرِمِ، يَحُكُّ جِلْدَهُ؟ فَتَقُولُ: نَعَمْ، فَلْيَحُكَّ وَلْيَشْدُدْ، وَلَوْ رُبِطَتْ يَدَايَ، ثُمَّ لَمْ أَجِدْ إِلا أَنْ أَحُكَّ بِرِجْلَيَّ لاحْتَكَكْتُ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান