আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪১৫
- হজ্ব - উমরার অধ্যায়
ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ।
৪১৫। নাফে (রাহঃ) বলেন, কোন ব্যক্তির জন্য ইরাম অবস্থায় নিজ দেহের চুল তোলা, মাথা কামানো, চুল খাটো করা ইত্যাদি সংগত নয়। কিন্তু মাথায় ঘা বা অন্য কোন রোগ দেখা দিলে চুল কামানো বা খাটো করা জায়েয। তবে এজন্য ফিদ্‌য়া দিতে হবে, যেমন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ইহরাম অবস্থায় নখ কাটা, উকুন মারা বা তা মাথা অথবা শরীর অথবা পরিধানের কাপড়ের উপর থেকে নীচে ফেলে দেয়া, নিজে শিকার করা বা অন্যকে শিকারের নির্দেশ দেয়া বা একাজে সাহায্য করা তার জন্য বৈধ নয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। ইমাম আবু হানীফা (রাহঃ)-ও এই মত গ্রহণ করেছেন।
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، قَالَ: الْمُحْرِمُ لا يَصْلُحُ لَهُ أَنْ يَنْتِفَ مِنْ شَعْرِهِ شَيْئًا، وَلا يَحْلِقَهُ، وَلا يُقَصِّرَهُ إِلا أَنْ يُصِيبَهُ أَذًى مِنْ رَأْسِهِ، فَعَلَيْهِ فِدْيَةٌ، كَمَا أَمَرَهُ اللَّهُ تَعَالَى، وَلا يَحِلُّ لَهُ أَنْ يُقَلِّمَ أَظْفَارَهُ، وَلا يَقْتُلَ قَمْلَةً، وَلا يَطْرَحَهَا مِنْ رَأْسِهِ إِلَى الأَرْضِ، وَلا مِنْ جَسِدِهِ، وَلا مِنْ ثَوْبِهِ، وَلا يَقْتُلَ الصَّيْدَ، وَلا يَأْمُرَ بِهِ، وَلا يَدُلَّ عَلَيْهِ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى.
tahqiq

তাহকীক: