আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৪- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৩১
উশর (ফসলের যাকাত)।
৩৩১। ইবনে উমার (রাযিঃ) বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) দূরবর্তী এলাকার জমীনে উৎপাদিত গম ও যাইতূনের অর্ধ-উশর (উৎপন্ন শস্যের বিশ ভাগের এক ভাগ) আদায় করতেন। তার উদ্দেশ্য ছিলো (দূরবর্তী এলাকার লোকদের উৎসাহিত করা এবং) মদীনায় শস্যের আমদানী বৃদ্ধি করা। এছাড়া তিনি আর সব শস্যের উপর উশর (এক-দশমাংশ) ধার্য করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যিম্মীদের (ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিক) পণ্যদ্রব্য, তা গম হোক বা অন্য কোন শস্য, তার উপর বছরে একবার অর্ধ-উশর ধার্য হবে।** কোন হরবী (শত্রু রাষ্ট্রের নাগরিক) যখন নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়ে ইসলামী রাষ্ট্রে এসে যায়, তার সর্বপ্রকার (ব্যবসায়িক) শস্যের উপর উশর ধার্য হবে। হযরত উমার (রাযিঃ) যখন যিয়াদ ইবনে হুদাইর এবং আনাস ইবনে মালেক (রাযিঃ)-কে উশর আদায় করার জন্য কূফা ও বসরায় পাঠান, তখন তাদের এই নির্দেশই দিয়েছিলেন। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যিম্মীদের (ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিক) পণ্যদ্রব্য, তা গম হোক বা অন্য কোন শস্য, তার উপর বছরে একবার অর্ধ-উশর ধার্য হবে।** কোন হরবী (শত্রু রাষ্ট্রের নাগরিক) যখন নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়ে ইসলামী রাষ্ট্রে এসে যায়, তার সর্বপ্রকার (ব্যবসায়িক) শস্যের উপর উশর ধার্য হবে। হযরত উমার (রাযিঃ) যখন যিয়াদ ইবনে হুদাইর এবং আনাস ইবনে মালেক (রাযিঃ)-কে উশর আদায় করার জন্য কূফা ও বসরায় পাঠান, তখন তাদের এই নির্দেশই দিয়েছিলেন। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: العُشُرِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ كَانَ «يَأْخُذُ عَنِ النَّبَطِ مِنَ الْحِنْطَةِ، وَالزَّيْتِ نِصْفَ الْعُشُرِ، يُرِيدُ أَنْ يُكْثِرَ الْحِمْلَ إِلَى الْمَدِينَةِ، وَيَأْخُذُ مِنَ الْقِطَنِيَّةِ الْعُشُرَ» ، قَالَ مُحَمَّدٌ: يُؤْخَذُ مِنْ أَهْلِ الذِّمَّةِ مِمَّا اخْتَلَفُوا فِيهِ لِلتِّجَارَةِ مِنْ قِطَنِيَّةٍ، أَوْ غَيْرِ قِطَنِيَّةٍ نِصْفُ الْعُشُرِ فِي كُلِّ سَنَةٍ، وَمِنْ أَهْلِ الْحَرْبِ إِذَا دَخَلُوا أَرْضَ الإِسْلامِ بِأَمَانٍ الْعُشُرُ مِنْ ذَلِكَ كُلِّهِ، وَكَذَلِكَ أَمَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ زِيَادَ بْنَ حُدَيْرٍ، وَأَنَسَ بْنَ مَالِكٍ حِينَ بَعَثَهُمَا عَلَى عُشُورِ الْكُوفَةِ وَالْبَصْرَةِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান