আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৪- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩২৬
যাকাত কখন ওয়াজিব হয়।
৩২৬। ইবনে উমার (রাযিঃ) বলেন, যে মালের উপর দিয়ে পূর্ণ এক বছর অতিবাহিত হয়নি তাতে যাকাত ধার্য হবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফারও এই মত। কিন্তু কোন ব্যক্তি যদি নতুন সম্পদ অর্জন করে পূর্বেকার সম্পদের সাথে যোগ করে, তবে যাকাত দেয়ার সময় পুরাতন মালের সাথে এই নতুন মালেরও যাকাত দিতে হবে। ইবরাহীম নাখঈ ও ইমাম আবু হানীফারও এই মত।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফারও এই মত। কিন্তু কোন ব্যক্তি যদি নতুন সম্পদ অর্জন করে পূর্বেকার সম্পদের সাথে যোগ করে, তবে যাকাত দেয়ার সময় পুরাতন মালের সাথে এই নতুন মালেরও যাকাত দিতে হবে। ইবরাহীম নাখঈ ও ইমাম আবু হানীফারও এই মত।**
بَابُ: الْمَالِ مَتَى تَجِبُ فِيهِ الزَّكَاةُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «لا تَجِبُ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، إِلا أَنْ يَكْتِسَبَ مَالا فَيَجْمَعُهُ إِلَى مَالٍ عِنْدَهُ مِمَّا يُزَكَّى، فَإِذَا وَجَبَتِ الزَّكَاةُ فِي الأَوَّلِ، زَكَّى الثَّانِي مَعَهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَإِبْرَاهِيمَ النَّخَعِيِّ رَحِمَهُمَا اللَّهُ تَعَالَى

তাহকীক:
তাহকীক চলমান