আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৯৬
ফরয নামাযের পর নফল নামায পড়া।
২৯৬। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যুহরের (ফরয) নামাযের পূর্বে দুই রাকআত ও পরে দুই রাকআত, মাগরিবের (ফরয) নামাযের পরে বাসায় ফিরে গিয়ে দুই রাকআত এবং এশার (ফরয) নামাযের পর দুই রাকআত নামায পড়তেন। তিনি জুমুআর (ফরয) নামায পড়ার পর মসজিদে কোন নামায পড়তেন না, বাসায় পৌঁছার পর দুই রাকআত নামায পড়তেন।** ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এগুলো হচ্ছে নফল (সুন্নত) নামায এবং এটা মুস্তাহাব। আমরা জানতে পেরেছি যে, নবী সূর্য হেলে যাওয়ার পর এবং যুহরের ফরয নামাযের পূর্বে চার রাকআত নামায পড়তেন। এ সম্পর্কে আবু আইউব আল-আনসারী (রাযিঃ) তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেনঃ “এই সময় আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়। তাই আমার পছন্দনীয় যে, এই সময় আমার একটি ভালো আমল তথায় পৌঁছে যাক” । তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! তা কি দুই রাকআত করে দুই সালামে পড়তে হবে? তিনি বলেনঃ “না”। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এ হাদীস সম্পর্কে আমাদের অবহিত করেছেন বুকাইর ইবনে আমের আল-বাজালী, তিনি ইবরাহীম নাখাঈর সূত্রে, তিনি শা'বীর সূত্রে এবং তিনি আবু আইউব আনসারী (রাযিঃ)-র সূত্রে বর্ণনা করেছেন ।
بَابُ: صَلاةِ التَّطَوُّعِ بَعْدَ الْفَرِيضَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ صَلاةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ صَلاةِ الْعِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لا يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ فِي الْمَسْجِدِ حَتَّى يَنْصَرِفَ فَيَسْجُدَ سَجْدَتَيْنِ» ، قَالَ مُحَمَّدٌ: هَذَا تَطَوُّعٌ وَهُوَ حَسَنٌ وَقَدْ بَلَغَنَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا إِذَا زَالَتِ الشَّمْسُ» ، فَسَأَلَهُ أَبُو أَيُّوبَ الأَنْصَارِيُّ عَنْ ذَلِكَ، فَقَالَ: «أَنَّ أَبْوَابَ السَّمَاءِ تُفْتَحُ فِي هَذِهِ السَّاعَةِ، فَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِيهَا عَمَلٌ» ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُفْصَلُ بَيْنَهُنَّ بِسَلامٍ؟ فَقَالَ: «لا» ، أَخْبَرَنَا بِذَلِكَ بُكَيْرُ بْنُ عَامِرٍ الْبَجَلِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، وَالشَّعْبِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

তাহকীক:
তাহকীক চলমান