আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৯১
নামাযের মধ্যে ডান হাত বাঁহাতের উপর রাখা।
২৯১। সাহল ইবনে সাদ আস-সাইদী (রাযিঃ) বলেন, লোকজনকে নামাযের মধ্যে ডান হাত বাঁ হাতের উপর রাখার নির্দেশ দেয়া হতো। অধস্তন রাবী আবু হাযেম বলেন, আমার ধারণামতে এটি মারফূ হাদীস।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, নামাযীর উচিৎ, সে যখন নামাযে দাঁড়াবে তখন ডান হাতের তালু বা হাতের পাঞ্জার উপর এবং নাভীর নীচে রাখবে।** আর চোখের দৃষ্টি সিজদার স্থানে নিবদ্ধ রাখবে। ইমাম আবু হানীফার এই মত।
بَابُ: وَضْعِ الْيَمِينِ عَلَى الْيَسَارِ فِي الصَّلاةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: «كَانَ النَّاسُ يُؤْمَرُونَ، أَنْ يَضَعَ أَحَدُهُمْ يَدَهُ الْيُمْنَى عَلَى ذِرَاعِهِ الْيُسْرَى فِي الصَّلاةِ» ، قَالَ أَبُو حَازِمٍ: وَلا أَعْلَمُ إِلا أَنَّهُ يَنْمِي ذَلِكَ، قَالَ مُحَمَّدٌ: يَنْبَغِي لِلْمُصَلِّي إِذَا قَامَ فِي صَلاتِهِ، أَنْ يَضَعَ بَاطِنَ كَفِّهِ الْيُمْنَى عَلَى رُسْغِهِ الْيُسْرَى تَحْتَ السُّرَّةِ، وَيَرْمِيَ بِبَصَرِهِ إِلَى مَوْضِعِ سُجُودِهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা