আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮৩
কিবলা পরিবর্তন এবং বাইতুল মুকাদ্দাস-এর কিবলা রহিত করা হয়েছে।
২৮৩। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, একদা কিছু সংখ্যক লোক ফজরের নামায পড়ছিলো। এমন সময় তাদের কাছে এক ব্যক্তি এসে বললো, গত রাতে রাসূলুল্লাহ ﷺ -এর উপর কুরআনের আয়াত নাযিল হয়েছে। তাতে কিবলার দিকে মুখ করার নির্দেশ দেয়া হয়েছে । অতএব লোকজন কিবলার দিকে মুখ করলো। তাদের মুখমণ্ডল ছিল সিরিয়ার দিকে এবং তারা কাবার দিকে ঘুরে গেলো।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এই হাদীস অনুযায়ী আমরা আমল করি। কোন ব্যক্তি ভুল বশত কিবলা ছাড়া অন্য দিকে এক বা দুই রাকআত নামায পড়ে ফেললো। অতঃপর সে জানতে পারলো যে, সে কিবলার বিপরীত দিকে মুখ করে নামায পড়ছে। তখন সে সাথে সাথে কিবলার দিকে ফিরে যাবে এবং অবশিষ্ট নামায পূর্ণ করবে। আর পূর্বে কিবলার বিপরীত দিকে মুখ করে যে নামায পড়া হয়েছে, তা হিসাবে ধরা হবে। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এই হাদীস অনুযায়ী আমরা আমল করি। কোন ব্যক্তি ভুল বশত কিবলা ছাড়া অন্য দিকে এক বা দুই রাকআত নামায পড়ে ফেললো। অতঃপর সে জানতে পারলো যে, সে কিবলার বিপরীত দিকে মুখ করে নামায পড়ছে। তখন সে সাথে সাথে কিবলার দিকে ফিরে যাবে এবং অবশিষ্ট নামায পূর্ণ করবে। আর পূর্বে কিবলার বিপরীত দিকে মুখ করে যে নামায পড়া হয়েছে, তা হিসাবে ধরা হবে। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: بَدْءِ أَمْرِ الْقِبْلَةِ وَمَا نُسِخَ مِنْ قِبْلَةِ بَيْتِ الْمَقْدِسِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: بَيْنَمَا النَّاسُ فِي صَلاةِ الصُّبْحِ إِذْ أَتَاهُمْ رَجُلٌ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ فِيمَنْ أَخْطَأَ الْقِبْلَةَ حَتَّى صَلَّى رَكْعَةً، أَوْ رَكْعَتَيْنِ، ثُمَّ عَلِمَ أَنَّهُ يُصَلِّي إِلَى غَيْرِ الْقِبْلَةِ فَلْيَنْحَرِفْ إِلَى الْقِبْلَةِ فَيُصَلِّي مَا بَقِيَ وَيَعْتَدُّ بِمَا مَضَى، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান