আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮২
নাপাক ও হায়েয অবস্থায় দেহের ঘাম কাপড়ে লাগলে।
২৮২। নাফে (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, নাপাক অবস্থায় ইবনে উমার (রাযিঃ)-র দেহের ঘাম তার নিজের পরনের কাপড়ে লেগে যেতো। তিনি (গোসলের পর) সেই কাপড় পরিধান করেই নামায পড়তেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। কাপড়ে বীর্য না লেগে থাকলে ঘাম লাগাতে তা নাপাক হয় না। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। কাপড়ে বীর্য না লেগে থাকলে ঘাম লাগাতে তা নাপাক হয় না। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: الْجُنُبِ وَالْحَائِضِ يَعْرَقَانِ فِي ثَوْبٍ
أَخْبَرَنَا مَالِكٌ، حدَّثنا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ يَعْرَقُ فِي الثَّوْبِ وَهُوَ جُنُبٌ، ثُمَّ يُصَلِّي فِيهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ لا بَأْسَ بِهِ، مَا لَمْ يُصِبِ الثَّوْبَ مِنَ الْمَنِيِّ شَيْءٌ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান