আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৭৯
সংজ্ঞাহীন ব্যক্তির নামায।
২৭৯। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) বেহুঁশ হয়ে পড়লেন। তার যখন হুঁশ ফিরে আসলো, তখন তিনি নামাযের কাযা পড়েননি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি। একদিন ও এক রাতের অধিক সময় সংজ্ঞাহীন থাকলে নামাযের কাযা করতে হবে না। কিন্তু যদি একদিন ও এক রাত বা তার কম সময় সংজ্ঞাহীন থাকে তবে নামাযের কাযা করতে হবে। বর্ণিত আছে যে, আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ) চার ওয়াক্ত নামায পর্যন্ত সংজ্ঞাহীন ছিলেন। অতঃপর চেতনা ফিরে আসলে তিনি এই নামাযের কাযা আদায় করেন।** আবু মাশার আল-মাদানী (রাহঃ) আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ)-র সহচরদের সূত্রে আমাদেরকে এ সম্পর্কে অবহিত করেছেন।
بَابُ: صَلاةِ الْمُغْمَى عَلَيْهِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ أُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَلَمْ يَقْضِ الصَّلاةَ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ إِذَا أُغْمِيَ عَلَيْهِ أَكْثَرَ مِنْ يَوْمٍ وَلَيْلَةٍ، وَأَمَّا إِذَا أُغْمِيَ عَلَيْهِ يَوْمًا وَلَيْلَةً، أَوْ أَقَلَّ قَضَى صَلاتَهُ
بَلَغَنَا، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، «أَنَّهُ أُغْمِيَ عَلَيْهِ أَرْبَعَ صَلَوَاتٍ، ثُمَّ أَفَاقَ فَقَضَاهَا» ، أَخْبَرَنَا بِذَلِكَ أَبُو مَعْشَرٍ الْمَدِينِيُّ، عَنْ بَعْضِ أَصْحَابِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান