আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৭৮
নামায থেকে অবসর হয়ে মুখ ঘুরিয়ে বসা।
২৭৮৷ ওয়াসে ইবনে হাব্বান (রাহঃ) বলেন, আমি মসজিদে নামায পড়ছিলাম। তখন আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) কিবলার বিপরীতমুখী হয়ে বসা ছিলেন। আমি নামায শেষ করে বাঁদিক থেকে ঘুরে তার দিকে তাকালাম। ইবনে উমার (রাযিঃ) বলেন, ডানদিক থেকে ঘুরতে তোমাকে কিসে বাধা দিলো? তিনি বলেন, আপনাকে এদিকে বসা দেখে বাঁয়ে ঘুরলাম। আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, তুমি ঠিকই করেছো। কোন কোন লোকের ধারণা, ডানদিক থেকে মুখ ঘুরাতে হবে (এই ধারণা ভুল)। তুমি নামায থেকে অবসর হয়ে যেদিক থেকে ইচ্ছা মুখ ঘুরাতে পারো, ডানদিক থেকেও, বাঁদিক থেকেও। কোন কোন লোক বলে, তুমি যখন পায়খানা-পেশাবে বসো তখন কা'বা ঘর ও বাইতুল মুকাদ্দাসকে সামনে করে বসো না। ইবনে উমার (রাযিঃ) বলেন, আমি একদিন আমাদের ঘরের (বুখারী-মসুলিমের বর্ণনা অনুযায়ী আমার বোন হাফসার ঘরের) ছাদে উঠি। আমি তখন রাসূলুল্লাহ ﷺ -কে বাইতুল মুকাদ্দাস সামনের দিকে রেখে পায়খানায় বসা দেখতে পাই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র বক্তব্যের উপর আমরা আমল করি। অর্থাৎ নামাযের সালাম ফিরিয়ে নামাযী যেদিকে ইচ্ছা মুখ ঘুরিয়ে বসতে পারে। আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পায়খানা-পেশাবে বসাতে কোন দোষ নেই। তবে কিবলামুখী হয়ে বসা মাকরূহ।** ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: الانْتِقَالِ فِي الصَّلاةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، قَالَ: " كُنْتُ أُصَلِّي فِي الْمَسْجِدِ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى الْقِبْلَةِ، فَلَمَّا قَضَيْتُ صَلاتِي انْصَرَفْتُ إِلَيْهِ مِنْ قِبَلِ شِقِّي الأَيْسَرِ، فَقَالَ: مَا مَنَعَكَ أَنْ تَنْصَرِفَ عَلَى يَمِينِكَ؟ قُلْتُ: رَأَيْتُكَ وَانْصَرَفْتُ إِلَيْكَ، قَالَ عَبْدُ اللَّهِ: فَإِنَّكَ قَدْ أَصَبْتَ فَإِنَّ قَائِلا يَقُولُ: انْصَرِفْ عَلَى يَمِينِكَ، فَإِذَا كُنْتَ تُصَلِّي انْصَرِفْ حَيْثُ أَحْبَبْتَ عَلَى يَمِينِكَ، أَوْ يَسَارِكَ، وَيَقُولُ نَاسٌ: إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ فَلا تَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلا بَيْتَ الْمَقْدِسِ، قَالَ عَبْدُ اللَّهِ: لَقَدْ رَقِيتُ عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَاجَتِهِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ "، قَالَ مُحَمَّدٌ: وَبِقَوْلِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ نَأْخُذُ، يَنْصَرِفُ الرَّجُلُ إِذَا سَلَّمَ عَلَى أَيِّ شِقِّهِ أَحَبَّ، وَلا بَأْسَ أَنْ يَسْتَقْبِلَ بِالْخَلاءِ مِنَ الْغَائِطِ، وَالْبَوْلِ بَيْتَ الْمَقْدِسِ، إِنَّمَا يُكْرَهُ أَنْ يَسْتَقْبِلَ بِذَلِكَ الْقِبْلَةَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান