আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৪
বাহনের উপর বেতের নামায পড়া।
২৫৪। সাঈদ ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ তাঁর বাহনের উপর বেতের নামায পড়েছেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, বেতের নামায সম্পর্কে এ হাদীসও আছে এবং এছাড়া আরো হাদীস আছে, যাতে সওয়ারী থেকে নীচে নেমে বেতের পড়ার কথা উল্লেখ আছে। এই হাদীসগুলোই আমাদের কাছে অধিক পছন্দীয়। সওয়ার অবস্থায় যতো খুশী নফল নামায পড়া যায়। বেতের নামাযে পৌঁছলে তখন বাহন থেকে নীচে নেমে বেতের পড়বে। উমার (রাযিঃ) ও ইবনে উমার (রাযিঃ)-র এই মত। ইমাম আবু হানীফা এবং আমাদের মাযহাবের সমস্ত আলেমেরও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, বেতের নামায সম্পর্কে এ হাদীসও আছে এবং এছাড়া আরো হাদীস আছে, যাতে সওয়ারী থেকে নীচে নেমে বেতের পড়ার কথা উল্লেখ আছে। এই হাদীসগুলোই আমাদের কাছে অধিক পছন্দীয়। সওয়ার অবস্থায় যতো খুশী নফল নামায পড়া যায়। বেতের নামাযে পৌঁছলে তখন বাহন থেকে নীচে নেমে বেতের পড়বে। উমার (রাযিঃ) ও ইবনে উমার (রাযিঃ)-র এই মত। ইমাম আবু হানীফা এবং আমাদের মাযহাবের সমস্ত আলেমেরও এই মত।
بَابُ: الْوِتْرِ عَلَى الدَّابَّةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عُمَرَ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَوْتَرَ عَلَى رَاحِلَتِهِ، قَالَ مُحَمَّدٌ: قَدْ جَاءَ هَذَا الْحَدِيثُ، وَجَاءَ غَيْرُهُ فَأَحَبُّ إِلَيْنَا أَنْ يُصَلِّيَ عَلَى رَاحِلَتِهِ تَطَوُّعًا مَا بَدَا لَهُ، فَإِذَا بَلَغَ الْوِتْرَ نَزَلَ فَأَوْتَرَ عَلَى الأَرْضِ، وَهُوَ قَوْلُ عُمَرَ بْنِ الْخَطَّابِ، وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

তাহকীক:
তাহকীক চলমান