আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৩
নামাযের মধ্যে উযু ছুটে গেলে।
১৭৩। আতা ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ কোন এক ওয়াক্তের নামাযের তাকবীর তাহরীমা বললেন। অতঃপর তিনি হাতের ইশারায় লোকদের বললেনঃ “অপেক্ষা করো”। রাসূলুল্লাহ ﷺ চলে গেলেন, অতঃপর দেহে পানির চিহ্নসহ ফিরে এলেন, অতঃপর নামায পড়লেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুসারে আমল করি। নামাযরত অবস্থায় কারো উযু ছুটে যাওয়া কোন দোষের ব্যাপার নয়। সে কাতার ভেদ করে বেরিয়ে গিয়ে উযু করে আসবে এবং অবশিষ্ট নামায পড়বে, কিন্তু মাঝখানে কথা বলবে না। তবে উযু করে পুনরায় গোটা নামায পড়াই উত্তম। ইমাম হানীফা (রাহঃ)-রও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুসারে আমল করি। নামাযরত অবস্থায় কারো উযু ছুটে যাওয়া কোন দোষের ব্যাপার নয়। সে কাতার ভেদ করে বেরিয়ে গিয়ে উযু করে আসবে এবং অবশিষ্ট নামায পড়বে, কিন্তু মাঝখানে কথা বলবে না। তবে উযু করে পুনরায় গোটা নামায পড়াই উত্তম। ইমাম হানীফা (রাহঃ)-রও এই মত ।
بَابُ: الْحَدَثِ فِي الصَّلاةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي الْحَكِيمِ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي صَلاةٍ مِنَ الصَّلَوَاتِ، ثُمَّ أَشَارَ إِلَيْهِمْ بِيَدَهِ أَنِ امْكُثُوا، فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَجَعَ وَعَلَى جِلْدِهِ أَثَرٌ فَصَلَّى» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ سَبَقَهُ حَدَثٌ فِي صَلاةٍ، فَلا بَأْسَ أَنْ يَنْصَرِفَ، وَلا يَتَكَلَّمَ فَيَتَوَضَّأَ، ثُمَّ يَبْنِيَ عَلَى مَا صَلَّى، وَأَفْضَلُ ذَلِكَ أَنْ يَتَكَلَّمَ وَيَتَوَضَّأَ وَيَسْتَقْبِلَ صَلاتَهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ سَبَقَهُ حَدَثٌ فِي صَلاةٍ، فَلا بَأْسَ أَنْ يَنْصَرِفَ، وَلا يَتَكَلَّمَ فَيَتَوَضَّأَ، ثُمَّ يَبْنِيَ عَلَى مَا صَلَّى، وَأَفْضَلُ ذَلِكَ أَنْ يَتَكَلَّمَ وَيَتَوَضَّأَ وَيَسْتَقْبِلَ صَلاتَهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান