আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০০
নামায শুরু করা (ইফতিতাহুস সালাত)
১০০। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন নামায শুরু করতেন, তখন 'আল্লাহু আকবার' বলে তাঁর উভয় হাত তাঁর উভয় কাঁধ বরাবর উত্তোলন করতেন, যখন রুকূতে যাওয়ার জন্য তাকবীর বলতেন, উভয় হাত (কাঁধ পর্যন্ত) উঠাতেন, আবার যখন রুকূ থেকে মাথা তুলতেন, দুই হাত উপরে উঠাতেন, অতঃপর বলতেনঃ 'সামিআল্লাহু লিমান হামিদাহ, অতঃপর বলতেনঃ রবানা ওয়ালাকাল হামদ' (যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, তিনি তার প্রশংসা শুনেন । আমাদের রব! যাবতীয় প্রশংসা তোমার জন্য)।
بَابُ: افْتِتَاحِ الصَّلاةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " إِذَا افْتَتَحَ الصَّلاةَ، رَفَعَ يَدَيْهِ حِذَاءَ مَنْكِبَيْهِ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ قَالَ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান