আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৪
নামাযের জন্য হেঁটে যাওয়া এবং মসজিদের ফযীলাত
৯৪। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ নামাযের তাকবীর শুনেই তাতে শরীক হওয়ার জন্য তোমরা দ্রুত বেগে আসবে না, বরং শান্তশিষ্টভাবে আসবে। তোমরা তার যতোটুকু অংশ (ইমামের সাথে) পাবে তা পড়বে এবং যতোটুকু ছুটে যায় তা (ইমামের সালাম ফিরানোর) পর পড়বে। কেননা তোমাদের যে ব্যক্তিই নামাযের সংকল্প করে সে (সওয়াবের দিক থেকে) নামাযের মধ্যেই থাকে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, রুকূতে শামিল হওয়ার জন্য এবং তাকবীরে তাহরীমা ধরার জন্য তাড়াহুড়া করা উচিৎ নয়, বরং ধীরেসুস্থে এসে কাতারে শামিল হবে। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
بَابُ: الْمَشْيِ إِلَى الصَّلاةِ وَفَضْلِ الْمَسَاجِدِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَلاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ثُوِّبَ بِالصَّلاةِ فَلا تَأْتُوهَا تَسْعَوْنَ وَأْتُوهَا وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا، فَإِنَّ أَحَدَكُمْ فِي صَلاةٍ مَا كَانَ يَعْمِدُ إِلَى الصَّلاةِ» .
قَالَ مُحَمَّدٌ: لا تَعْجَلَنَّ بِرُكُوعٍ، وَلا افْتِتَاحٍ حَتَّى تَصِلَ إِلَى الصَّفِّ وَتَقُومَ فِيهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৯৫
নামাযের জন্য হেঁটে যাওয়া এবং মসজিদের ফযীলাত
৯৫। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) আল-বাকী নামক স্থানে থাকা অবস্থায় নামাযের ইকামত শুনতে পান। তিনি তাড়াতাড়ি হেঁটে আসেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, নিজের দেহ ক্লান্ত হয়ে না পড়ে, এতোটা দ্রুত আসায় কোন দোষ নেই।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ سَمِعَ الإِقَامَةَ وَهُوَ بِالْبَقِيعِ فَأَسْرَعَ الْمَشْيَ ".
قَالَ مُحَمَّدٌ: وَهَذَا لا بَأْسَ بِهِ مَا لَمْ يُجْهِدْ نَفْسَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৬
নামাযের জন্য হেঁটে যাওয়া এবং মসজিদের ফযীলাত
৯৬। আবু বাকর ইবনে আব্দুর রহমান (রাহঃ) বলেন, কোন ব্যক্তি সকালে বা বিকালে শুধু ইলম শিক্ষা করা বা শিক্ষা দেয়ার উদ্দেশ্যে মসজিদে যায়, অতঃপর নিজের ঘরে ফিরে আসে, সে আল্লাহর পথের এমন সৈনিকের সমতুল্য যে গনীমতের মালসহ বাড়ি ফিরে আসে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا سُمَيٌّ، أَنَّهُ سَمِعَ أَبَا بَكْرٍ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ، يَقُولُ: «مَنْ غَدَا أَوْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لا يُرِيدُ غَيْرَهُ لِيَتَعَلَّمَ خَيْرًا، أَوْ يُعَلِّمَهُ ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ الَّذِي خَرَجَ مِنْهُ كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ رَجَعَ غَانِمًا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান