আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৬
বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করা
৮৬। কাব ইবনে মালেক (রাযিঃ)-র কন্যা কাবশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আবু কাতাদা (রাযিঃ)-র পুত্রবধূ ছিলেন। আবু কাতাদা (রাযিঃ) উযুর পানি চাইলে তিনি পাত্রে করে উযুর পানি রাখলেন। একটি বিড়াল এসে ঐ পানি পান করতে লাগলো। আবু কাতাদা (রাযিঃ) পাত্রটি কাত করে দিলেন এবং বিড়াল পানি পান করলো। কাবশা (রাযিঃ) বলেন, আবু কাতাদা (রাযিঃ) আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলেন, হে ভ্রাতুষ্পুত্রী! তুমি কি বিস্মিত হচ্ছো? কাবশা (রাযিঃ) বলেন, হ্যাঁ। আবু কাতাদা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “বিড়াল নাপাক জীব নয়। এটা তো অহরহ তোমাদের চারপাশেই বিচরণকারী বা বিচরণকারিণী”।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, বিড়াল ইত্যাদির উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করায় কোন দোষ নেই। তবে অতিরিক্ত পানি থাকলে তা দিয়ে উযু করাই আমাদের মতে উত্তম। ইমাম আবু হানীফারও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, বিড়াল ইত্যাদির উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করায় কোন দোষ নেই। তবে অতিরিক্ত পানি থাকলে তা দিয়ে উযু করাই আমাদের মতে উত্তম। ইমাম আবু হানীফারও এই মত ।
بَابُ: الْوُضُوءِ بِسُؤْرِ الْهِرَّةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ امْرَأَتَهُ حُمَيدَةَ ابْنَةَ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ أَخْبَرَتْهُ , عَنْ خَالَتِهَا كَبْشَةَ ابْنَةِ كَعْبِ بْنِ مَالِكٍ، وَكَانَتْ تَحْتَ ابْنِ أَبِي قَتَادَةَ , " أَنَّ أَبَا قَتَادَةَ أَمَرَهَا فَسَكَبَتْ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ فَشَرِبَتْ مِنْهُ، فَأَصْغَى لَهَا الإِنَاءَ فَشِرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ , فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ قَالَتْ: قُلْتُ: نَعَمْ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّهَا مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ "، قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِأَنْ يَتَوَضَّأَ بِفَضْلِ سُؤْرِ الْهِرَّةِ، وَغَيْرُهُ أَحَبُّ إِلَيْنَا مِنْهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান